1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকার আবেদন খারিজ, অভিযোগ গঠনের দিন ১৫ জানুয়ারি

২০ ডিসেম্বর ২০১১

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর করা ছয়টি আবেদনই খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল৷ এছাড়া, ১৫ই জানুয়ারি সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছে আইসিটি৷

https://p.dw.com/p/13VXs
সালাউদ্দিন কাদের চৌধুরীছবি: Harun Ur Rashid Swapan

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা ছয়টি আবেদনই খারিজ করে দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল৷ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল সোমবার এ আদেশ দেয়৷ সাকা চৌধুরীর পক্ষে রাষ্ট্রের নিয়োগ করা আইনজীবী মো. বদিউজ্জামান পরে সাংবাদিকদের জানান যে, ট্রাইবুনাল আগামী ১৫ই জানুয়ারি সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছে৷

পরামর্শক হিসেবে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের আদেশে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল থেকে অনুমোদনপ্রাপ্ত আইনজীবীকে ট্রাইবুনাল মামলা পরিচালনার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে৷ ট্রাইবুনাল বিদেশি আইনজীবী নিয়োগের অনুমোদন দিতে পারে না৷ তবে ট্রাইবুনাল বলে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উভয়েই আদালতের বাইরে বিদেশি আইনজীবীদের পরামর্শ নিতে পারবে৷

ট্রাইবুনাল কার্যক্রম সরাসরি সম্প্রচারের জন্য এজলাসে ইলেকট্রনিক মিডিয়ার ক্যামেরার উপস্থিতির আবেদনের আদেশে ট্রাইব্যুনাল বলে, বিশ্বের কোথাও আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় না৷ তবে কিছু অংশ পরে প্রচার করা যায় কি না, তা বিবেচনা করছে তারা৷

আন্তর্জাতিক আইন অনুসারে অপরাধকে সংজ্ঞায়িত করার আবেদনে ট্রাইব্যুনাল জানায়, আইনে অপরাধের সংজ্ঞা সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে৷ এর পরও প্রয়োজনবোধে ট্রাইব্যুনাল বিদেশি মামলার রায়ের সাহায্য নিতে পারে৷ সাকা চৌধুরীর সর্বশেষ আবেদনের বিষয়ে ট্রাইব্যুনাল বলে, বাংলাদেশ যেসব আন্তর্জাতিক সনদ অনুসমর্থন করে, সেগুলো মেনে চলার বিষয়টি সরকারের বিষয়৷ এটি ট্রাইব্যুনালের বিবেচ্য নয়৷

এর আগে, গত ১২ই ডিসেম্বর, সাকা চৌধুরী নিজেই তাঁর করা আবেদনগুলোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন৷ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাকা চৌধুরীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়৷ এদিকে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন বলে প্রকাশ৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য