যুবায়ের গ্রেপ্তার: জার্মানির প্রতিবাদ, ভারতের জবাব
৮ জুলাই ২০২২সম্প্রতি অল্ট নিউজের সাংবাদিক মুহাম্মদ যুবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। চার বছর আগের একটি টুইটের জন্য তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ''সংবাদমাধ্যমের স্বাধীনতা খুবই জরুরি এবং এটা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য।'' জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিশ্চিয়ান ওয়াগনার বলেছেন, ''স্বাধীনভাবে রিপোর্টিং করা সমাজের পক্ষে ভালো। সেখানে কড়াকড়ি করা খুবই চিন্তার বিষয়।''
তার বক্তব্য, ''সাংবাদিকরা কী বললেন বা কী লিখলেন, তার জন্য তাদের শাস্তি দেয়া উচিত নয়।'' নতুন দিল্লির জার্মান দূতাবাস পরিস্থিতি খতিয়ে দেখছে বলেও তিনি জানিয়েছেন।
তিনি বলেছেন, ''জার্মানি ইইউ-র অন্য দেশগুলির সঙ্গে কথা বলবে। ভারতের সঙ্গে ইইউ-র যে আলোচনা চলছে, সেখানে এই বিষয়েও কথা বলার জন্য জার্মানি অনুরোধ করবে। ভারতের সঙ্গে আলোচনার সময় সংবাদমাধ্যমের ও মতপ্রকাশের স্বাধীনতা গুরুত্ব পাবে।''
ভারতের জবাব
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ''এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। মামলা আদালতের বিচারাধীন। তাই এই বিষয়ে এই ধরনের মন্তব্য করা ঠিক নয়।''
অরিন্দম বাগচীর বক্তব্য, ''আমরা যে বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি তা হলো, বিষয়টি নিয়ে মামলা চলছে। এই অবস্থায় এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়।''
তিনি বলেছেন, ''আমাদের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করে। সেখানে পুরো তথ্য না জেনে মন্তব্য করলে কাউকেই সাহায্য করা হবে না। তাই এই ধরনের মন্তব্য করা উচিত নয়।''
ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা যুবায়েরকে গত ২৭ জুন গ্রেপ্তার করা হয়। চার বছর আগের একটি টুইটের জন্য। পরে তার বিরুদ্ধে বিদেশি অনুদান আইন ভঙ্গের অভিযোগও এসেছে। আদালতের নির্দেশে যুবায়ের এখন ১৪ দিনের জেল হেফাজতে আছেন।
জিএইচ/এসজি(পিটিআই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলন)