সরকারের বিরুদ্ধে গুপ্তহত্যায় সমর্থনের অভিযোগ বিএনপির
১২ ডিসেম্বর ২০১১আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিরোধী দল বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদ আর হত্যা ছাড়া আর কিছু বোঝে না৷
সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরে ঢাকা এবং এর আশপাশ এলাকা থেকে নিখোঁজ অথবা অপহৃত হয়েছেন ২২ জন ৷ এদের মধ্যে ১০ জনের লাশ পরে উদ্ধার করা হয়েছে৷ অপহৃত ২২ জনের মধ্যে ১০ জনের রাজনৈতিক পরিচয় আছে৷ অপহৃতদের একাংশের পরিবার দাবি করছে অপহরণকারীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অপহরণ করেছে৷ পরে তাদের লাশ পাওয়া গেছে৷
কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এটি অপরাধী ও অপহরণকারীদের কৌশল৷ এই ব্যাপারে সাধারণ মানুষকে তারা সজাগ থাকার পরামর্শ দিয়েছেন৷ আর এই অপহরণ ও গুপ্ত হত্যা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে৷ গুপ্ত হত্যা ও অপহরণের শিকার কয়েকজনের পরিবারের সদস্যদের নিয়ে রোববার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবী করেছেন সরকার গুপ্ত হত্যায় সমর্থন দিচ্ছে৷
সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণাকে দিবাস্বপ্ন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল৷
অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জনসভায় বলেছেন দেশে হত্যা ও সন্ত্রাসের মূলে আছে বিরোধী দল বিএনপি৷ বিএনপি সন্ত্রাস আর জঙ্গিবাদ ছাড়া কিছু বোঝে না৷
তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় যায় তখন দেশ পিছিয়ে যায়৷ আর আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে কাজ করে৷ প্রধানমন্ত্রী বলেন, দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে৷ আর দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম