1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসঙ্গ: ইউনূস

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৪ জানুয়ারি ২০১৩

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সরকার ও মন্ত্রীদের দায়িত্বহীন মন্তব্য বন্ধ হওয়া উচিত৷ বিশ্লেষকরা মতে, ড. ইউনূস এবং গ্রামীণ ব্যাংক নিয়ে এহেন অবস্থানের কারণে ইতিমধ্যেই বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে৷

https://p.dw.com/p/17Qmd
Nobel Peace Prize winner Muhammad Yunus speaks during a business forum in Athens
ছবি: AP

বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সচিবালয়ে সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসই ব্যাংকটিকে ধ্বংস করেছেন৷ তাঁর কারণেই ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া যাচ্ছে না৷ তিনি মামলা করে আটকে দিয়েছেন এর প্রক্রিয়া৷

Textilindustrie Bangladesh
বাংলাদেশে নারী উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা অপরিসীমছবি: picture-alliance / Godong

অর্থমন্ত্রীর এই বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, নিজের সন্তানকে কেউ ধ্বংস করে না৷ ড. ইউনূস বরং বাইরে থেকে তাঁর মতো করে ব্যাংকটিকে রক্ষা করার চেষ্টা করছেন৷

ড. হেলাল উদ্দিন বলেন, গ্রামীণ ব্যাংক থেকে তাঁকে সরিয়ে দেয়া এবং ব্যাংকটি নিয়ে সরকারের পরবর্তী কার্যক্রম ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে৷ কিন্তু এরপরও ড. ইউনূসকে ব্যক্তিগতভাবে হেয় করার চেষ্টা হলে, বাংলাদেশের স্বার্থ নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে৷ কারণ, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাঁর মতো একজন নন্দিত মানুষকে অপদস্থ করা বিচেনায় রাখতে পারে আমোদের উন্নয়ন সহযোগিরা৷ অর্থাৎ, ড. ইউনূসকে নিয়ে সরকারের মন্ত্রীরা যদি অপপ্রচার অব্যাহত রাখেন, তাহলে সরকার ক্ষতির মুখে পড়তে পারে৷

Flash-Galerie Muhammad Yunus Nobelpreis 2007
নোবেল শান্তি পুরস্কার হাতে ড. মুহাম্মদ ইউনূসছবি: AP

ড. হেলাল মনে করেন, সরকারের উচিত এখন ড. ইউনূসকে নিয়ে ইতি টানা৷ যোগ্য লোককে সম্মান দেয়া৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য