‘ড. ইউনূসের কারণে নয়’
৯ নভেম্বর ২০১২অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতিবাচক প্রচারণাই বাংলাদেশে বিনিয়োগের পথে প্রধান বাধা৷ তিনি ইউনূসকে একটি প্রচারযন্ত্র উল্লেখ করে বলেন, তিনি গ্রামীণ ব্যাংকে তার পদ ধরে রাখতে সারা বিশ্বে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন৷
এর জবাবে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে বলেন, সরকারের অর্থনৈতিক ব্যর্থতা এড়াতেই অর্থমন্ত্রী এমন কথা বলছেন৷ পদ্মা সেতু নিয়েও সরকারের ব্যর্থতা আছে৷ তাই সরকার শেষ সময়ে কাউকে দোষারোপের কৌশল বেছে নিয়েছে৷ তিনি বলেন, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য কোন ব্যক্তির ওপর নির্ভর করেনা৷ নির্ভর করে একটি দেশের সক্ষমতার ওপর৷ বিদেশি বিনিয়োগকারীরা ড. মুহাম্মদ ইউনূসের কথায় এখানে বিনিয়োগ বন্ধ করবেন না৷ তারা যদি বিনিয়োগের পরিবেশ পান এবং লাভজনক মনে করেন, তাহলে অবশ্যই তারা এদেশে বিনিয়োগ করবেন৷
অধ্যাপক ইমতিয়াজ বলেন, ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা৷ তাঁর হাত ধরেই দরিদ্রদের জন্য এই ব্যাংক বিস্তৃত হয়েছে৷ তার এই ব্যাংকে পদ ধরে রাখার কোন প্রয়োজন নেই৷ কারণ তিনি এমনিতেই বাংলাদেশের মানুষ এবং বিশ্বের কাছে নন্দিত৷ তিনি বলেন, সরকারের নীতি নির্ধারকদের উচিত, ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে অসম্মানজনক কথা না বলা, অপপ্রচার না চালানো৷ কারণ তিনি বাংলাদেশের মান বিশ্বের দরবারে আরো সমুন্নত করেছেন৷