1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ড. ইউনূসের কারণে নয়’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৯ নভেম্বর ২০১২

দেশের অর্থনৈতিক ব্যর্থতা এড়াতেই এখন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে৷ একজন ব্যক্তির ওপর নির্ভর করে কোন দেশ বাংলাদেশে বিনিয়োগ করবেনা৷ তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করবে৷

https://p.dw.com/p/16flt
ছবি: AP

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতিবাচক প্রচারণাই বাংলাদেশে বিনিয়োগের পথে প্রধান বাধা৷ তিনি ইউনূসকে একটি প্রচারযন্ত্র উল্লেখ করে বলেন, তিনি গ্রামীণ ব্যাংকে তার পদ ধরে রাখতে সারা বিশ্বে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন৷

r. Abul Mal Abdul Muhit is the Finance minister of Bangladesh Government.
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতছবি: Samir Kumar Dey

এর জবাবে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে বলেন, সরকারের অর্থনৈতিক ব্যর্থতা এড়াতেই অর্থমন্ত্রী এমন কথা বলছেন৷ পদ্মা সেতু নিয়েও সরকারের ব্যর্থতা আছে৷ তাই সরকার শেষ সময়ে কাউকে দোষারোপের কৌশল বেছে নিয়েছে৷ তিনি বলেন, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য কোন ব্যক্তির ওপর নির্ভর করেনা৷ নির্ভর করে একটি দেশের সক্ষমতার ওপর৷ বিদেশি বিনিয়োগকারীরা ড. মুহাম্মদ ইউনূসের কথায় এখানে বিনিয়োগ বন্ধ করবেন না৷ তারা যদি বিনিয়োগের পরিবেশ পান এবং লাভজনক মনে করেন, তাহলে অবশ্যই তারা এদেশে বিনিয়োগ করবেন৷

অধ্যাপক ইমতিয়াজ বলেন, ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা৷ তাঁর হাত ধরেই দরিদ্রদের জন্য এই ব্যাংক বিস্তৃত হয়েছে৷ তার এই ব্যাংকে পদ ধরে রাখার কোন প্রয়োজন নেই৷ কারণ তিনি এমনিতেই বাংলাদেশের মানুষ এবং বিশ্বের কাছে নন্দিত৷ তিনি বলেন, সরকারের নীতি নির্ধারকদের উচিত, ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে অসম্মানজনক কথা না বলা, অপপ্রচার না চালানো৷ কারণ তিনি বাংলাদেশের মান বিশ্বের দরবারে আরো সমুন্নত করেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য