ধূমপান কমছে ফিনল্যান্ডে
২৭ জুন ২০১৩ফিনল্যান্ডে আইন এমন কড়া যে সিগারেটের প্যাকেট আর কোনো দোকানের সামনে সাজিয়ে রাখা যায় না, রাখতে হয় লুকিয়ে৷ যাঁর খাওয়ার বয়স হয়েছে, খুব তাগিদ আছে, তিনি খুঁজে নেবেন কষ্ট করে৷ দেখিয়ে রাখলে সহজেই চোখে পড়ে, কিশোর-কিশোরীরা আকৃষ্ট হয় – এ কারণেই এমন আইন৷ শুধু বিক্রি করাতেই যে বিধি নিষেধ, তা নয়, বিজ্ঞাপন প্রচারও এখন প্রায় নিষিদ্ধ৷ এ সবের ফলে ২০০১ সালে যেখানে ১৪ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে শতকরা ২৬ জন ধূমপায়ী ছিল, সেখানে এখন হারটা কমে দাঁড়িয়েছে ১২ জনে৷
মদ্যপানও আর আগের মতো বেশি হয় না ফিনল্যান্ডে৷ হবে কী করে, বিয়ার কিনতে গেলেও যে অনেক কাঠখড় পোড়াতে হয় আগ্রহীদের! যেখানে-সেখানে বিজ্ঞাপন প্রচার একেবারে বন্ধ৷ এমনকি ইন্টারনেটেও অ্যালকোহলের বিজ্ঞাপন প্রচার করা যায় না৷ আরো দুটি কাজ করেছে সরকার৷ এমন বেশি হারে কর আরোপ করেছে যে সিগারেট আর মদের দামও বেড়ে গেছে খুব৷ তাই এত দাম দিয়ে চাইলেই সবাই কিনতে পারছেন না৷
তার ওপর সিগারেট বা অ্যালকোহলের স্বাদ নিতে হলে বয়স অন্তত ১৮ হতেই হবে৷ তাই কমবয়সিদের কাছে বিক্রি করার শাস্তি এড়াতে ব্যবসায়ীরা এখন ত্রিশ বছর বয়সিদের কাছেও পরিচয়পত্র দেখে প্রকৃত বয়স যাচাই করে নিতে চাচ্ছেন৷ ফলে মদ্যপানের ঝোঁকও কিশোর-তরুণদের মধ্যে অনেক কমেছে৷
এসিবি/ ডিজি (এএফপি)