1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ক্যানসারের কারণ যৌনজীবন’

৫ জুন ২০১৩

‘বেসিক ইনস্টিংক্ট’ খ্যাত অভিনেতা মাইকেল ডগলাস তিন বছর আগে ধরা পড়া তাঁর গলার ক্যানসারের জন্য যৌনজীবনকে দায়ী করেছেন৷ এর আগে তিনি রোগের কারণ হিসেবে অতিরিক্ত ধূমপান ও মদ্যপানের কথা বলেছিলেন৷

https://p.dw.com/p/18jeC
Michael Douglas and Aishwarya Rai Bachchan attend the Peace Bell ceremony for International Peace Day in New York, NY on September 21, 2012. Photo by Dennis Van Tine / ABACAUSA.COM
ছবি: picture alliance/abaca

লন্ডনের ‘গার্ডিয়ান' পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অভিনেতা ডগলাস এই মন্তব্য করেন৷ ২০১০ সালে আরেক সাক্ষাৎকারে ডগলাস বলেছিলেন, তিনি ‘চতুর্থ পর্যায়', অর্থাৎ একেবারে শেষ পর্যায়ের গলার ক্যানসারে ভুগছেন৷ অবশ্য কেমোথেরাপি ও রেডিওথেরাপি নিয়ে বর্তমানে তিনি অনেকখানি সুস্থ আছেন৷ তবে ছয়মাস পরপর তাঁকে চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে৷

সুইডেনের মালমো ইউনিভার্সিটি ও ‘দি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন'-এর দুটি পৃথক গবেষণায় ‘ওরাল সেক্স' ও গলার ক্যানসারের মধ্যে সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে৷

দুবার অস্কার জেতা ডগলাসের সবশেষ মুভি ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাবরা'-র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে সদ্য সমাপ্ত কান চলচ্চিত্র উৎসবে৷ যুক্তরাজ্যে ছবিটি মুক্তি পাবে শুক্রবার৷

মাইকেল ডগলাসের স্ত্রী অস্কারজয়ী অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোন্স ‘বাইপোলার ডিসঅর্ডার' রোগের জন্য এপ্রিলে চিকিৎসা নিয়েছেন৷ ‘মাস্ক অফ জরো'খ্যাত এই অভিনেত্রী ২০০৩ সালে ‘শিকাগো' ছবির জন্য অস্কার জিতেছিলেন৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য