সরকার বিরোধী আন্দোলন শুরু করতে চায় বিএনপি
১ সেপ্টেম্বর ২০১১বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন, দেশের মানুষ সরকার বিরোধী আন্দোলন চায়৷ তারা এই সরকারের দু:শাসন আর সহ্য করতে পারছেনা৷ বিভিন্ন রাজনৈতিক দলও তাদের সঙ্গে যোগাযোগ করছে৷ তাই দেশ রক্ষার জন্য আন্দোলনের কোন বিকল্প নেই, বলেন বেগম জিয়া৷
আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল এবং মধ্যবর্তী নির্বাচন আদায় করা হবে৷
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আন্দোলনের কোন ইস্যু না থাকলেও বিরোধী দল আন্দোলনের কথা বলছে৷ দেশের মানুষ শান্তিতে থাকুক তা চায়না বিরোধী দল৷
কেন্দ্রীয় শহীদ মিনারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যোগাযোগ মন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারাতো বাড়ি যাননি৷ তাহলে তারা কিভাবে বুঝবেন রাস্তাঘাটের অবস্থা কি৷ তিনি বলেন, তার সরকারের উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতে একটি মহল সক্রিয় রয়েছে৷ কিন্তু তাতে কোন লাভ হবেনা৷ মেয়াদের মধ্যেই তার সরকার সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক