1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্বালানি সংকট

২১ মার্চ ২০১২

এজন্য প্রস্তুতির প্রয়োজন বাংলাদেশের৷ প্রয়োজন কৌশলী হওয়ারও৷ অর্থনীতিবিদ ড. আসাদুজ্জামান ডয়চে ভেলেকে জানান, বাংলাদেশের উচিত সমূদ্রের তলদেশ থেকে মিথেন হাইড্রেট সংগ্রহ করে বিকল্প জ্বালানির ব্যবস্থা করা৷

https://p.dw.com/p/14OT2
Die Außenministerin von Bangladesch, Dipu Moni, sitzt am Mittwoch (14.03.2012) vor der Urteilsverkündung im Fall einer strittigen Seegrenze zwischen Myanmar und Bangladesch im Hauptsitzungssaal des Internationalen Seegerichtshofs in Hamburg. Das Gericht hatte in dem Verfahren über die strittige Seegrenze zwischen Myanmar und Bangladesch zu entscheiden. Foto: Bodo Marks dpa/lno Schlagworte UN, Politik, Justiz, Schifffahrt, Seerecht
Bangladesch Außenministerin Dipu Moni Seegerichthof Hamburgছবি: picture-alliance/dpa

মিয়ামারের সঙ্গে সমূদ্রসীমা নিয়ে মামলায় জয়ী হওয়ায় বাংলাদেশের সমূদ্রসীমা বেড়ে গেছে৷ গভীর সমূদ্রে বাংলাদেশের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে৷ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর পরিচালক অর্থনীতিবিদ ড. আসাদুজ্জামান জানান, এর ফলে স্বল্প এবং দীর্ঘ মেয়াদে বাংলাদেশের বিপূল সম্ভাবনার দুয়ার খুলে গেছে৷ তিনি জানান, বাংলাদেশের এখন উচিত হবে দ্রুত গভীর সমূদ্রে মৎস্য আহরণের ব্যবস্থা করা৷ এতে দেশের খাদ্য নিরাপত্তা বাড়বে৷

Hamburg Internationaler Seegerichtshof Bangladesh vs Myanmar Konflikt Seegrenze Flash-Galerie
সমুদ্রসীমার মানচিত্রছবি: DW/Islam

তবে এজন্য প্রচলিত মৎস্য আহরণ পদ্ধতি কাজে আসবেনা৷ বাংলাদেশকে গভীর সমূদ্রে মৎস্য আহরণের উপযোগী জাহাজ ও জনবল তৈরি করতে হবে৷

তিনি জানান, ‘‘তেল আর গ্যাসের মত প্রাকৃতিক জ্বালানির কথা আমরা সবাই জানি৷ কিন্তু বঙ্গোপসাগরে এখন তাড়াহুড়ো করে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেয়া ঠিক হবেনা৷ প্রাথমিকভাবে গভীর সমূদ্রের তলদেশ থেকে নিজস্ব উদ্যোগে মিথেন হাইড্রেট সংগ্রহের ব্যবস্থা করতে হবে৷ তা থেকেই জ্বালানির চাহিদা অনেকটা মেটানো যাবে৷ আর দেশীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি ‘বাপেক্স'-কে আরো আধুনিক করে পর্যায়ক্রমে গভীর সমূদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের কাজে লাগাতে হবে৷''

ড. আসাদুজ্জামান বলেন, গভীর সমূদ্রের অধিকার পাওয়ার পর তা যদি আমরা বিচক্ষণতার সঙ্গে কাজে লাগাতে না পারি, তাহলে অনেক আশাই নিরাশায় পরিণত হতে পারে৷ তিনি এজন্য অবিলম্বে একটি নীতমালা তৈরির কথা বলেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য