1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনে নির্বাচন

২১ অক্টোবর ২০১২

ইউরোপের চতুর্থ বড় অর্থনীতির দেশ স্পেন৷ সেটিও ঋণ সংকটে জর্জরিত৷ স্পেনের দুটো রাজ্যে আজ রবিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়’এর জন্য নির্বাচনটা গুরুত্বপূর্ণ৷

https://p.dw.com/p/16U4H
ছবি: AFP/Getty Images

বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ৷ নির্বাচন হচ্ছে গালিসিয়া ও বাস্কে কান্ট্রিতে৷ এর মধ্যে গালিসিয়া হচ্ছে প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের রাজ্য৷ তাঁর পিপলস পার্টি গত ৩১ বছরের মধ্যে ২৪ বছরই গালিসিয়াতে ক্ষমতায় রয়েছে৷

বিভিন্ন জনমত জরিপ বলছে, এবারও হয়তো প্রধানমন্ত্রীর দলই নির্বাচনে জয়লাভ করবে৷ তবে থাকবে না নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা৷ কেননা স্পেনের ঋণ সংকট কাটাতে রাখয়কে কিছু ব্যয়সংকোচ নীতি গ্রহণ করতে হয়েছে৷ এছাড়া বাড়াতে হয়েছে করের হার৷ এসব অজনপ্রিয় সিদ্ধান্তের কারণে স্বাভাবিকভাবেই তাঁর জনপ্রিয়তা আর আগের মতো নেই বলে মনে করা হচ্ছে৷ গালিসিয়ার নির্বাচনে যদি সেটা প্রমাণিত হয়, তাহলে তা হবে, রাখয়ের জন্য মানসিক একটা পরাজয়৷

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, সমস্যা সত্ত্বেও স্পেন যে এখনো বেইলআউটের জন্য আবেদন করেনি তার একটা কারণ হতে পারে এই নির্বাচন৷ কেননা প্রধানমন্ত্রীর আশঙ্কা ছিল, এর ফলে নির্বাচনে তার দলের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে৷

Spanien Premierminister Rajoy TV Interview
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ছবি: Reuters

নির্বাচন শেষ হওয়ার পর আগামী মাসের মাঝামাঝি স্পেন বেইলআউটের জন্য আবেদন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

গালিসিয়ায় মোট ভোটারের সংখ্যা ২৭ লক্ষ৷ এর মধ্যে চার লক্ষ ভোটার থাকেন দেশের বাইরে৷

এদিকে, বাস্কে কান্ট্রিতে ভোটারের সংখ্যা ১৮ লক্ষ৷ সেখানকার নির্বাচনে মূল আলোচনা অর্থনীতি নয়, স্বায়ত্ত্বশাসন তথা স্বাধীনতা৷ কেননা বাস্কে কান্ট্রি অঞ্চলটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিএ'র এলাকা৷ ঐ অঞ্চলের স্বাধীনতার দাবিতে গত প্রায় চার দশক ধরে আন্দোলন করে আসছে ইটিএ৷ গোষ্ঠীটি গত বছর অস্ত্রের ব্যবহার বন্ধের ঘোষণা দেয়ার আগে তাদের কারণে ৮২৯ জনকে প্রাণ দিতে হয়েছে বলে জানা গেছে৷

এসব কারণে যে দল এবার বাস্কের স্বায়ত্ত্বশাসন তথা পূর্ণ স্বাধীনতার কথা বেশি বলেছে তাদেরই নির্বাচনে জয়লাভের সম্ভাবনা থাকছে বেশি৷ এই ধারণা বাস্তবে রূপ পেলে, সেটা প্রধানমন্ত্রী রাখয়ের জন্য হবে দুশ্চিন্তার৷ কেননা তিনি সবসময় কেন্দ্রের নিয়ন্ত্রণ বাড়ানোর কথা বলে আসছেন৷

বাস্কেতে স্বাধীনতার পক্ষের দল জয় পেলে আগামী মাসে অনুষ্ঠিতব্য কাটালান রাজ্যের নির্বাচনেও এই ইস্যুটা প্রধান হয়ে উঠতে পারে৷ কেননা ইতিমধ্যে কাটালান রাজ্যের রাজধানী বার্সেলোনায় স্বাধীনতার পক্ষে বড় ধরণের জমায়েত হয়েছে৷

জেডএইচ / এএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য