1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সফল বলেই খারাপ অবস্থা!

১০ অক্টোবর ২০১৮

জার্মানির বাভেরিয়া রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এডমুন্ড স্টয়বার বলেছেন, তাঁর দলের সফলতাই রাজ্যে দলের বর্তমান খারাপ পরিণতির জন্য দায়ী৷ মিডিয়া গ্রুপ ‘রিডাকসিয়ুনসনেটৎসভ্যার্ক ডয়েচলান্ড'কে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি৷

https://p.dw.com/p/36HIn
Deutschland Bayern CSU
ছবি: picture-alliance/dpa/A. Gebert

রবিবার বাভেরিয়া রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ঐ রাজ্যে ‘ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন' বা সিএসইউ এককভাবে সরকার পরিচালনা করে আসছে৷ কারণ, এতদিন নির্বাচনে ঐ দল প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে এসেছে৷ কিন্তু এবারের নির্বাচনের আগে পরিচালিত সবশেষ জরিপ বলছে, সিএসইউ দল মাত্র ৩৩ শতাংশ ভোট পেতে পারে৷ সেক্ষেত্রে সিএসইউকে এবার প্রথমবারের মতো কারো সঙ্গে জোট গড়তে হতে পারে৷

সিএসইউর এই রেকর্ড পরিমাণ খারাপ অবস্থার জন্য দলের অনেকেই জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের শরণার্থী নীতিকে দায়ী মনে করেন৷ কারণ, ম্যার্কেলের নেতৃত্বাধীন কেন্দ্রীয় জোট সরকারের একটি অংশ হচ্ছে সিএসইউ৷

তবে সিএসইউ'র হয়ে বাভেরিয়ায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা এডমুন্ড স্টয়বার জার্মানির বাইরে থেকে আসা শরণার্থীদের দায়ী করছেন না৷ তিনি সিএসইউর সম্ভাব্য পরিণতির জন্য জার্মানির অন্য রাজ্য থেকে আসা ব্যক্তিদেরই মূলত দায়ী মনে করছেন৷

স্টয়বার বলেন, বাভেরিয়ার অর্থনৈতিক সাফল্যের কারণে গত ১০ বছরে অন্যান্য রাজ্য থেকে ১০ লক্ষেরও বেশি মানুষ বাভেরিয়ায় এসেছেন৷ ‘‘জার্মানির মধ্যে বাভেরিয়া সেরা৷ তবে অর্থনৈতিক উন্নয়ন কখনো অন্যরকম প্রতিক্রিয়াও ডেকে আনতে পারে,'' সাক্ষাৎকারে বলেন তিনি৷

সম্ভাব্য জোট

রবিবারের নির্বাচনে যদি সবশেষ জরিপের ফলাফলের প্রতিফলন দেখা যায়, তাহলে সিএসইউকে জোট গড়তে হবে৷ সেক্ষেত্রে দলটি যদি জোটসঙ্গী হিসেবে একটি দলকে নিতে চায়, তাহলে পরিবেশবাদী সবুজ দল কিংবা অভিবাসনবিরোধী এএফডিকে বেছে নিতে হবে৷

কিন্তু সিএসইউর নেতারা এএফডির সঙ্গে জোটে যেতে চান না৷ সেক্ষেত্রে সবুজ দলকে সঙ্গী করতে হবে৷

কিন্তু নিরাপত্তা ও অভিবাসন নীতি বিষয়ে সবুজ দলের সঙ্গে সিএসইউর যে মতপার্থক্য রয়েছে, সেটি বিবেচনায় নিলে দুই দলের মধ্যে কীভাবে জোট হবে তা বুঝতে পারছেন না সাবেক মুখ্যমন্ত্রী স্টয়বার৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান