সব দলমতের প্রতি সহনশীল হন: ম্যার্কেল
১ জানুয়ারি ২০১৮অ্যাঙ্গেলা ম্যার্কেলের নববর্ষ উপলক্ষ্যে দেয়া ভাষণটি রোববার টেলিভিশনে সম্প্রচারিত হয়৷ সেখানে তিনি বলেন যে, বহুদিন ধরেই রাজনীতিতে মতাদর্শিক দূরত্ব বাড়ছে, যার নেতিবাচক প্রভাব সমাজের ওপরও পড়ছে বলে অনেকের বিশ্বাস৷ ‘‘ভিন্ন মতের মানুষদের প্রতি সহনশীল হতে হবে৷'' বলেন ম্যার্কেল৷ তাঁর মতে সহনশীলতার অর্থ, ‘‘অন্যদের প্রতি মনোযোগী হওয়া, তাঁদের কথা শোনা এবং বোঝার চেষ্টা করা'’৷
অসন্তোষ ও বিভ্রান্তি
গেল ২৪ সেপ্টেম্বরের নির্বাচনের পর থেকে নতুন কোয়ালিশন সরকার গঠন করতে গিয়ে রীতিমত গলদঘর্ম হতে হচ্ছে ৬৩ বছর বয়সি ম্যার্কেলকে৷ যদিও তাঁর দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক পার্টি ও এর ব্যাভারিয়ান সহযোগী ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন সে নির্বাচনে সর্বোচ্চ ভোট পায়৷
সর্বোচ্চ ভোট পেলেও আগের যে কোনোবারের চেয়ে বাজে ফল করে দল দু'টি৷ সেই সুযোগে প্রথমবারের মতো অতি-ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) সংসদে ঢোকার সুযোগ পায়৷ রক্ষণশীল সংসদ সদস্য ও বক্তারা এর জন্য ম্যার্কেলের সাম্প্রতিক উদারনীতিকে দায়ী করেন৷ তাঁরা মনে করেন, সে কারণেই গেল চার বছরে ভোটাররা অতি-ডানদের দিকে ঝুঁকেছেন৷
‘বিশ্ব অপেক্ষা করবে না'
যে গ্যাঁড়াকলে আটকে আছে সরকার গঠনের প্রক্রিয়া, তা থেকে অচিরেই বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন ম্যার্কেল৷ রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘‘বিশ্ব অপেক্ষা করবে না৷'' তিনি মনে করেন, এভাবে চলতে থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে৷
জানুয়ারিতে গ্র্যান্ড কোয়ালিশনের জন্য আবারো আলোচনায় বসবে সিডিইউ-সিএসইউ এবং মধ্যবামপন্থি দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি)৷
গেল নভেম্বরে সিডিইউ-সিএসইউ-এর সঙ্গে ব্যবসা বান্ধব ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি ও গ্রিন পার্টির মধ্যকার আলোচনা ফলপ্রসূ হয়নি৷ এরপরই নিজেদের মধ্যে আলোচনায় বসার সিদ্ধান্তে আসে সিডিইউ-সিএসইউ ও এসপিডি৷ তবে এ আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে৷
ইউরোপই ভরসা
নতুন কাজের সুযোগ তৈরি, শিক্ষার মানোন্নয়ন, আঞ্চলিক বৈষম্য কমানো, উন্নত প্রযুক্তিকে কাজে লাগানো এবং আগামী ১০ থেকে ১৫ বছরে জার্মানির অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেন ম্যার্কেল৷
ম্যার্কেল মনে করেন, জার্মানির ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য ইউরোপীয় ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ণ৷ তাঁর মতে, ২৭ দেশের এই জোট এর সীমান্ত নিরাপদ রাখতে একসাথে কাজ করতে হবে, অন্তত আরো কয়েক বছর৷
নিজ বক্তব্যে ‘ভবিষ্যতের জন্য ইউরোপকে তৈরি করা'-র ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর মূলমন্ত্রে আস্থা রাখলেন ম্যার্কেল৷
জেডএ/ডিজি