সত্যিকারের স্বায়ত্তশাসনের দাবিতে বিক্ষোভ হংকংয়ে
২ নভেম্বর ২০১৯শনিবার নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে হংকংয়ে৷ প্রায় তিন হাজার মানুষ জড়ো হয়েছেন ভিক্টোরিয়া পার্কে৷ তাদের অভিযোগ অঞ্চলটিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করেছে চীন৷ তার প্রতিবাদ জানাতেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্দোলন শুরু করেছেন তারা৷
গত শনিবার চীন এক ঘোষণায় বলেছে, হংকংয়ের সরকার ব্যবস্থা নিয়ে কোন ধরনের বাধা সহ্য করা হবে না৷ অঞ্চলটিতে দেশাত্মবোধমূলক শিক্ষা আরো বাড়ানোর কথাও বলেছে দেশটি৷
সংবাদ সংস্থা এএফপিকে ১৭ বছর বয়সি এক বিক্ষোভকারী বলেন, ‘‘পুরো সরকারব্যবস্থা কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে৷ আমাদের প্রাপ্য স্বাধীনতা রক্ষা করতে আমরা বাইরে বেরিয়ে এসেছি৷''
প্রতিবাদকারীদের একটি অংশ শহরের গুরুত্বপূর্ণ একটি রাস্তা দখল করে রাখে৷ সরকার নিষিদ্ধ ঘোষণা করলেও পুলিশের নজরদারি এড়াতে অনেকই মুখোশ পরিহিত অবস্থায় ছিল৷ অনেকের মুখে ছিল গ্যাস মাস্কও৷
এদিকে সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাসের পাশাপাশি জল কামান ব্যবহার করে৷ কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভ সমাবেশ করার জন্য প্রতিবাদকারীদের কোনো অনুমতি ছিল না৷
হংকংয়ের কোনো বাসিন্দা চীনে অপরাধ করলে বিচারের জন্য তাকে চীনে পাঠানো যাবে, এমন এক বিলের বিরুদ্ধে গত জুনে সেখানে বিক্ষোভ শুরু হয়৷ সেপ্টেম্বরে এই বিল প্রত্যাহারে ঘোষণা দেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম৷ কিন্তু বিক্ষোভকারীদের দাবি হংকংয়ের স্বায়ত্তশাসন ও জনগণের সভা সমাবেশ করার স্বাধীনতা কেড়ে নিচ্ছে পুলিশ৷ প্রকৃত স্বায়ত্তশাসনের দাবিতে জনগণকে রাস্তায় নামার আহবান জানিয়েছেন বিক্ষোভকারীরা৷
এফএস/এআই (রয়টার্স, এপি)