1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংশোধন করা হবে ডিজিটাল নিরাপত্তা আইন: আইনমন্ত্রী

১৩ জুলাই ২০২৩

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে।

https://p.dw.com/p/4Tqk1
ছবি: DW

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। প্রথম আলোর খবর৷

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রতিনিধিদলের সঙ্গে কথা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের যে প্রত্যাশা তা বাস্তবায়ন করার আইনি কাঠামোও দেশে রয়েছে।

গাজীপুরে নিহত শ্রমিকনেতা শহীদুলের বিষয়ে আলোচনায় আইনমন্ত্রী বলেন, দেশে এখন বিচারহীনতার সংস্কৃতি নেই।  যেকোনো অপরাধের তদন্ত সাপেক্ষে তার বিচার নিশ্চিত করা হয়। তবে বৈঠকে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কোন আলোচনা হয়নি বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

সাক্ষাতে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

এসএইচ/কেএম