জেগে উঠবেন শুমাখার?
৩১ জানুয়ারি ২০১৪পরিবারের সঙ্গে বড় দিনের ছুটি কাটানোর সময় ২৯ ডিসেম্বর নিজের ছেলের সঙ্গে ফ্রেঞ্চ আল্পসে স্কি করতে গিয়েছিলেন ফর্মুলা ওয়ান ইতিহাসের সফলতম ড্রাইভার মিশায়েল শুমাখার৷ মাথায় হেলমেট থাকা সত্ত্বেও পা হড়কে পড়ে যাওয়ায় মাথায় ভয়ংকর চোট পান এই জার্মান সুপারস্টার৷ প্রথমে কাছের রিসোর্ট এবং তারপর সেখান থেকে হাসপাতালে নেয়ার পর অবস্থার দ্রুত অবনতি হয়৷ ঐ অবস্থায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়৷ এরপর তাঁর ব্রেনের ‘প্রেসার' কমানোর জন্য ওষুধ দিয়ে কোমায় রাখা হয়েছিল৷ ফ্রান্সের গ্রেনবেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তখন থেকে চিকিৎসাধীন আছেন তিনি৷
এক মাস পার হওয়ায় চিকিৎসকরা এখন তাঁকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন৷ শুমাখারকে যে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, সেটি বন্ধ করা হয়েছে যাতে ধীরে ধীরে তিনি জেগে ওঠেন৷ তবে এতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন শুমাখারের ম্যানেজার সাবিনে কেম৷ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি৷ কেননা শুমাখারের পরিবার চান এসব ব্যক্তিগত বিষয় গণমাধ্যমের কাছে না জানাতে৷ কেননা তাঁরা মনে করেন, গণমাধ্যমের উপস্থিতিতে চিকিৎসকরা বিরক্ত হবেন এবং তা শুমাখারের চিকিৎসায় প্রভাব ফেলবে৷ সাবিনে কেম শুমাখারের সুচিকিৎসা এবং নিরাপত্তার জন্য গণমাধ্যমকে হাসপাতালে ঢোকার চেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন৷
২০০৬ সালে অবসর নিয়েছিলেন শুমাখার৷ তার আগেই অবশ্য ফর্মুলা ওয়ানে বলতে গেলে সবই পাওয়া হয়ে যায় ৪৫ বছর বয়সি ‘শুমি'-র৷ সাতটি ড্রাইভার শিরোপার পাশাপাশি জিতেছেন ৯১টি গ্রঁ প্রি শিরোপা৷ ২০১০ সালে আবার ফিরে আসেন ফর্মুলা ওয়ানে৷
এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)