1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুমাখারের অবস্থার উন্নতি

৮ জানুয়ারি ২০১৪

ফর্মুলা ওয়ানের জীবন্ত কিংবদন্তি মিশায়েল শুমাখারের অবস্থার ‘কিছুটা উন্নতি' হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ তবে সংকট এখনও কাটেনি৷ শুমাখারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সোমবার এই তথ্য জানায় সংস্থাটি৷

https://p.dw.com/p/1AmS7
ছবি: Getty Images

শুমাখারের বর্তমান অবস্থা সম্পর্কে এর পর আর কোনো খবর পাওয়া যায়নি৷ বরং ‘মেডিক্যালি ইনডিউসড কোমা'-য় থাকা এই জার্মান রেসারের স্ত্রী কোরিনা শুমাখার মঙ্গলবার এক বিবৃতিতে সাংবাদিকদের গ্রেনবেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘মিশায়েলের সঙ্গে মিলে আমরা যে সংগ্রাম করছি তার জন্য আপনাদের সমর্থন চাই৷ তাই এটা আমার কাছে গুরুত্বপূর্ণ যে, আপনারা হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের উপর থেকে চাপ সরিয়ে নেবেন৷

‘‘দয়া করে আমাদের এই বিবৃতির উপর আস্থা রেখে হাসপাতাল ছেড়ে চলে যান৷ আর আমাদের পরিবারকে শান্তিতে থাকতে দিন,'' বিবৃতিতে বলেন কোরিনা শুমাখার৷

Michael Schumacher Beraterin Pressesprecherin Sabine Kehm 1. Januar 2014
কোরিনা শুমাখার এক বিবৃতিতে সাংবাদিকদের গ্রেনবেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেনছবি: picture-alliance/dpa

এএফপি-র সংবাদের আগে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে শুমাখারের অবস্থা ‘অপরিবর্তিত কিন্তু সংকটপূর্ণ' বলে জানিয়েছিল৷ এদিকে শুমাখারকে যাঁরা চিকিৎসা দিচ্ছেন তাঁরা বলেছেন, রোগীর গোপনীয়তা বা ব্যক্তি অধিকারের কথা বিবেচনা করে তাঁরা শুমাখারের চিকিৎসা সম্পর্কে অদূর ভবিষ্যতে আর কোনো সংবাদ সম্মেলন বা বিবৃতি দেয়ার পরিকল্পনা করছেন না৷

তদন্তের অগ্রগতি

কি কারণে শুমাখার দুর্ঘটনায় পড়েছিলেন তা জানতে তদন্ত চালাচ্ছে ফ্রান্সের একটি তদন্ত দল৷ তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে বুধবার একটি সংবাদ সম্মেলন করবেন তদন্ত কর্মকর্তারা৷ ফ্রেঞ্চ আল্পসে স্কি করার সময় শুমাখার মাথায় যে হেলমেট পরেছিলেন সেখানে থাকা গুপ্ত ক্যামেরা থেকে পাওয়া তথ্য তদন্তের কাজে ব্যবহার করা হবে বলে জানা গেছে৷ এছাড়া দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা এক জার্মান নাগরিকের ভিডিও ক্লিপ থেকেও তথ্য নেয়া হচ্ছে৷ ৩৫ বছর বয়সি ঐ জার্মান সেসময় তাঁর বান্ধবীকে ভিডিও করছিলেন৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য