1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে প্রাইভেট পড়া

সোলা হ্যুলসেভেগ/আরবি১৩ মার্চ ২০১৩

জার্মানিতে শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি বেড়ে চলেছে প্রাইভেট টিউশনির ধুম৷ এজন্য প্রচুর অর্থ ব্যয় করেও অনেক সময় আশানুরূপ ফল পাওয়া যায় না৷

https://p.dw.com/p/17vts
ছবি: picture-alliance/dpa

ভাল একটা চাকরি পেতে হলে পরীক্ষার ফলও ভাল করতে হবে, এই চিন্তা থেকেই মা-বাবা ছেলেমেয়েকে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে পাঠান৷ বিশেষ করে স্কুল-কলেজে পড়াশোনায় তেমন ভাল ফল করতে না পারলে তো কথাই নেই৷ জার্মানিতে ১৭ বছর বয়সি তরুণ-তরুণীর মধ্যে প্রতি চার জনে একজন স্কুল জীবনে অন্তত একবার প্রাইভেট টিউটরের সাহায্য নিয়েছে৷

বাংলাদেশেও একই চিত্র

এই চিত্রটা বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়৷ দেশটির আনাচে কানাচে কোচিং সেন্টার ও প্রাইভেট টিউটরের বিজ্ঞাপন দেখা যায়৷ পত্রিকার পাতা খুললেই একই চিত্র ‘পড়াইতে চাই' কিংবা ‘গৃহশিক্ষক আবশ্যক' ইত্যাদি বিজ্ঞাপন চোখ এড়াবে না৷ উচ্চবিত্তদের কাছে পয়সা খরচ করে গৃহশিক্ষক রাখাটা কোনো ব্যাপারই নয়৷ সকালে, বিকালে বা রাতে বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন শিক্ষক আসেন তাদের সন্তানদের জন্য৷ বাচ্চাদের দম ফেলারও ফুরসত থাকে না৷ কিন্তু সমস্যা হয় মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের ৷ যুগের সঙ্গে পাল্লা দিয়ে ও চাকরির বাজারের কথা চিন্তা করে খেয়ে না খেয়ে সন্তানের জন্য প্রাইভেট শিক্ষক রাখেন তারা৷ অনেকে পাঠান কোচিং সেন্টারে৷ বেশিরভাগ ক্ষেত্রে স্কুলের শিক্ষকরাই প্রাইভেট পড়িয়ে থাকেন৷ বেতন কম বলে জীবিকার তাগিদে অনেক শিক্ষক প্রাইভেট টিউশনির দিকে ঝোঁকেন৷ অনেকের কাছে আবার টাকাটাই মুখ্য৷ এর ফলে ক্লাসের পড়ার দিকে শিক্ষক ও ছাত্র উভয়েরই মনোযোগ কমে যায়৷ ক্লান্ত থাকেন তারা৷

Unterricht in einer Inklusionsschule
ছবি: picture-alliance/dpa

জার্মানিতে কিছুটা ভিন্ন দৃশ্য

জার্মানিতে শিক্ষকদের বেতন ভাল, তাই তাদের রুটিরুজির জন্য অতিরিক্ত আয়ের পথ না খুঁজলেও চলে৷ কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এক্ষেত্রে তত্পর৷ টিউশনির টাকা দিয়ে নিজের পড়াশোনার খরচ চালান অনেকে৷

ক্লাস এইটের ছাত্র পাউল-এর প্রাইভেট টিউটরের কাছে পড়ার অভিজ্ঞতা হয়েছে৷ সে প্রাইমারি স্কুলে পড়াশোনায় ভালই ছিল৷ কিন্তু হাইস্কুলে এসে অবস্থাটা বদলে যায়৷ একটু সংকোচের সঙ্গে জানায় পাউল৷ মা-বাবা প্রাইভেট শিক্ষকের কাছে তার পড়ার ব্যবস্থা করেন৷ অন্যান্য সহপাঠীরা যখন অবসর সময়ে খেলাধুলায় ব্যস্ত, পাউলকে তখন মুখ গুঁজে অঙ্ক বুঝতে হয়৷ অবশ্য সপ্তাহে একদিন এক ঘন্টার জন্য৷ ১৫ শতাংশ ছাত্রছাত্রী প্রাইভেট শিক্ষকের কাছে পড়ে৷

বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ছাত্র শ্টেফান বিয়ারমান একজন প্রাইভেট শিক্ষক৷ ১০ বছর ধরে এই দায়িত্বটি হাতে নিয়েছেন শ্টেফান৷ ইদানিং হাইস্কুলে পড়ার চাপ বেড়ে গেছে৷ বিশেষ করে অঙ্কের মত কঠিন বিষয়টিকে পাশ কাটানো সম্ভব নয়৷ তাই শ্টেফানের মত শিক্ষকের চাহিদা বেড়েই চলেছে৷ খবরের কাগজ, ইন্টারনেট বা বিভিন্ন ইন্সটিটিউশনের মাধ্যমে পাওয়া যায় এই তরুণ শিক্ষকদের৷

শ্টেফান ঘণ্টায় ১০ ইউরো নেন৷ বেশিরভাগ ছাত্রকে ব্যক্তিগতভাবে চেনেন বলেই কিছুটা কম রাখেন তিনি৷ অঙ্কে পাশ করা বা অবসরপ্রাপ্ত কোনো অঙ্কের শিক্ষক হলে ২৫/৩৫ ইউরোর কমে রাজি হতেন না৷ জার্মানিতে বছরে এক থেকে দেড় বিলিয়ন ইউরো প্রাইভেট শিক্ষার জন্য ব্যয় হয়৷

দেখা দেয় বৈষম্য

শিক্ষা বিশেষজ্ঞ ক্লাউস ক্লেম স্কুলের পাশাপাশি এই ধরনের প্রাইভেট টিউশনি চলাটাকে খুব ইতিবাচক দৃষ্টিতে দেখেন না৷ তাঁর মতে, সিস্টেমের মধ্যেই কোথাও গলদ রয়েছে৷ নয়তো মা-বাবারা অতিরিক্ত অর্থ ব্যয় করে ছেলেমেয়েদের প্রাইভেট শিক্ষকের কাছে পাঠাবেন কেন? আর এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন অস্বচ্ছল পরিবারের ছেলেমেয়েরা৷ তার মানে আর্থিক সংগতির ওপর পরীক্ষায় ভাল ফলাফল অনেকটা নির্ভর করছে৷ বেড়ে যাচ্ছে ধনী দারিদ্র্যের ফারাকটাও৷ তাই এমন এক শিক্ষাপদ্ধতি তৈরি করতে হবে, যাতে প্রাইভেট টিউটরের আর প্রয়োজন হবে না৷ স্কুলের তরফ থেকেই দুর্বল ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তা করতে হবে৷ এক্ষেত্রে ডে-স্কুলের ব্যবস্থা করা যায়৷ দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাস ও হোমটাস্কে সহায়তা দেয়ার ব্যবস্থাও করা যেতে পারে৷

ইউরোপের অন্যান্য দেশে সমস্যাটা আরো প্রবল৷ দক্ষিণ ইউরোপীয় দেশগুলিতে প্রাইভেট টিউশনির প্রচলন অনেক বেশি৷ পূর্ব ইউরোপের দেশগুলিতে শিক্ষকরা তো আর্থিক দিক দিয়ে প্রাইভেট টিউশনির ওপর অনেকটা নির্ভরশীল৷ অন্যদিকে ফ্রান্সে ডে স্কুলের প্রচলন থাকলেও প্রাইভেট শিক্ষকের কিন্তু কমতি নেই৷ জার্মানির চেয়ে বরং বেশি৷ তাই সমস্ত ব্যাপারটি বেশ জটিল৷ এই সমস্যার সুরাহার জন্য রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও শিক্ষক সবাইকে এগিয়ে আসতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য