1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাইভেট টিউশন – কতোটা প্রয়োজনীয়?

১১ আগস্ট ২০১১

বাংলাদেশে প্রাইভেট টিউশনের প্রচলন বহু পুরনো৷ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে দেখা যায়, স্কুলের শিক্ষক-শিক্ষিকা পর্যন্ত প্রাইভেটে পড়ানো শুরু করে দিয়েছে৷ এর কোনো নেতিবাচক দিক আছে কি?

https://p.dw.com/p/12FE0
DHAKA, Feb. 15, 2009 (Xinhua) -- Students take part in the exam of Secondary School Certificate (SSC) in Dhaka, capital of Bangladesh, on Feb. 15, 2009. A total of 106,3484 students across the country took the SSC on Sunday, a public examination for students who successfully complete at least ten years of schooling. Xinhua /Landov pa landov13719407. picture alliance / landov
ফাইল ছবিছবি: picture alliance / landov

মোহাম্মদ দেলোয়ার হোসেন একসময় প্রাইভেট টিউশনি করতেন৷ আর এখন তিনি একটি কোচিং সেন্টার চালান৷ প্রথমেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, প্রাইভেট টিউশনির প্রয়োজন কেন? তিনি জানালেন, ‘‘আমি আগে প্রাইভেট টিউটর হিসেবে কাজ করেছি এখন একটি কোচিং সেন্টার চালাই৷ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং দেয়া হয় ছাত্র-ছাত্রীদের৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয় চার লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী৷ আর সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সবমিলে কোনো অবস্থাতেই ৩০ হাজারের বেশি ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারে না৷ প্রতিযোগিতা এখানে খুবই তীব্র৷ এতো বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রী কোথায় ভর্তি হবে? এরা সবাই কী পড়াশোনা বন্ধ করে বসে থাকবে? এদের প্রতিযোগিতায় টিকিয়ে দিতে আমরা যোগ্য ছাত্র-ছাত্রীদের সাহায্য করি৷ যেন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে৷ এজন্যই আমি মনে করি এধরণের কোচিং-এর প্রয়োজন রয়েছে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ