1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কে শিক্ষাবিদদের বিরুদ্ধে মামলা

৫ ডিসেম্বর ২০১৭

তুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো এক আবেদনে স্বাক্ষর করে শিক্ষাবিদরা চাকরি হারিয়েছেন৷ মামলাও হয়েছে৷ সন্ত্রাসের পক্ষে প্রচার চালানোর অভিযোগ তোলা হয়েছে তাঁদের বিরুদ্ধে৷

https://p.dw.com/p/2ome9
Türkei Akademiker Uraz Aydin
ছবি: DW/B. Karakas

এ অভিযোগ তোলা হয়েছে ১৫০ জন শিক্ষাবিদের বিরুদ্ধে৷ বামপন্থিদের ‘ইয়েনিয়ল' জার্নালের সম্পাদক উরাজ আয়দিন-ও তাঁদের একজন৷ কয়েক দিন আগে ইস্তাম্বুলের এক ক্যাফেতে ডয়চে ভেলের প্রতিবেদকের কথা হয় ৪১ বছর বয়সি উরাজের সঙ্গে৷ উরাজ জানান, প্রায় এক বছর আগে তুরস্কের কুর্দি অঞ্চলে শান্তি স্থাপনের আহ্বান জানানোর পর থেকে কী ঝড় বয়ে যাচ্ছে তাঁর ওপর দিয়ে৷ জানালেন, মার্মারা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অনুষদে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছিলেন তিনি, কিন্তু ওই আবেদনে স্বাক্ষর করার কারণে চাকরিটা হারিয়েছেন৷

বামপন্থি ভাবাদর্শের হওয়ায় এমনিতেই বিশ্ববিদ্যালয়ে তাঁর পদোন্নতি হয়নি৷ গত বছর প্রভাষক পদে নিয়োগ প্রাপ্তির আশায় আবেদন করেছিলেন উরাজ৷ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল, চাকরিটা হবে৷ কিন্তু পরের দিনই কুর্দি অঞ্চলে শান্তির দাবিতে স্বাক্ষরকারীদের নামের তালিকা পাঠানো হয় কর্তৃপক্ষের কাছে৷ মার্মারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সেই সেখানেই রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে যোগদান করা উরাজ জানালেন, তালিকা পাঠানোর খবর শুনেই বুঝতে পেরেছিলেন বড় রকমের বিপর্যয় নেমে আসতে পারে৷

অনুমান মিথ্যে হয়নি৷ কয়েকদিনের মধ্যে চাকরিচ্যুত করা হয় তাঁকে৷ গত ফেব্রুয়ারিতে ওই চাকরিচ্যুতিকে সমর্থন করে এমন আইনও পাশ করা হয়৷ ফলে চাকরিতে ফেরার পথ মোটামুটি বন্ধ৷

চাকরিচ্যুত করার পরই সন্ত্রাসের পক্ষে প্রচার চালানোর পক্ষে মামলা করা হয় উরাজ আয়দিনসহ ১৫০ জন শিক্ষাবিদের বিরুদ্ধে৷  কুর্দিস্তান কমিউনিটিজ ইউনিয়ন (কেসিকে)-র কো-চেয়ারম্যান বেজে হোজাতের ২০১৫ সালের ডিসেম্বরের এক বিবৃতিকে প্রমাণ হিসেবে উত্থাপন করে সরকার পক্ষের কৌঁসুলিরা দাবি করেন, কুর্দিস্তানে শান্তি স্থাপনের আহ্বান জানিয়ে শিক্ষাবিদরা আসলে সন্ত্রাসের পক্ষেই অবস্থান নিয়েছেন৷ অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন৷ ডয়চে ভেলেকে উরাজ আয়দিন বললেন, ‘‘আমি এবং আমার বন্ধুরা নিজেদের প্রশ্ন করেছি – আমাদের ওই স্বাক্ষরগুলোর জন্যই কি দেশের আজ এই অবস্থা?''

এসিবি/এপিবি (ডয়চে ভেলে)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য