শরণার্থীদের পাশে শাকিরা
২৩ সেপ্টেম্বর ২০১৫ইউরোপীয় কমিশন, পার্লামেন্ট ও পরিষদ সদস্য দেশগুলির প্রতি সক্রিয় হবার ডাক দিয়েছে৷
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ প্রসঙ্গে মনে করিয়ে দিচ্ছে যে, ইউরোপে শরণার্থীদের ঢল কিন্তু কমেনি৷ তাই শুধু বণ্টন নয়, যারা প্রতিদিন ইউরোপে প্রবেশ করছে, তাদের দেখাশোনা করতেও বিশাল বিনিয়োগ প্রয়োজন৷
সংগীত শিল্পী শাকিরা নিজের জনপ্রিয়তা কাজে লাগিয়ে শরণার্থীদের সহায়তায় এগিয়ে এসেছেন৷ তিনি নিজেই এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন৷
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ-এর নির্বাহী পরিচালক কেনেথ রথ শুধু ইউরোপ নয়, অ্যামেরিকার ভূমিকারও সমালোচনা করেছেন৷
পূর্ব ইউরোপের দেশগুলিতে শরণার্থী গ্রহণের বিষয়ে যে অনীহা দেখা যাচ্ছে, তার প্রেক্ষাপটে ‘দ্য ইকোনমিস্ট' পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ তাদের মতে, পূর্ব ইউরোপের স্বার্থেই তাদের শরণার্থীদের প্রয়োজন রয়েছে৷ এই প্রতিবেদনটি অনেকেই শেয়ার করেছেন৷
উলরিকে গেরো মনে করেন, ইইউ ভোটাভুটির মাধ্যমে শরণার্থীদের বণ্টনের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য বাহবা দেওয়া উচিত৷
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ