1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধান নির্বাচন কমিশনার

১০ ফেব্রুয়ারি ২০১২

বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, তারা নতুন নির্বাচন কমিশনকে মেনে নেবেন না৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কখনও এত স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন গঠন করা হয়নি৷ রোববার নতুন নির্বাচন কমিশনাররা অফিস শুরু করবেন৷

https://p.dw.com/p/140Es
Kaji Raqib Uddin Ahmed, der neue Leiter der Wahlkommission in Bangladesh Copyright: DW/Harun Ur Rashid Swapan Bangladesh, 2012
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদছবি: DW

নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদকে বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পড়ান প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন৷ এরপর শপথ নেন ৩ জন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, আব্দুল মোবারক এবং মোহাম্মদ জাভেদ আলি৷ আরেক জন নব নিযুক্ত নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ শপথ নেবেন ১৪ই ফেব্রুয়ারি৷ ওই দিন বিদায়ী নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে৷

শপথ নেয়ার পর নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ সংবাদ মাধ্যমকে বলেন, সংবিধান রক্ষার শপথ নিয়েছেন তিনি৷ এটি একটি কঠিন কাজ ৷ কিন্তু তিনি তার শপথ রক্ষায় সাধ্যমত চেষ্টা করে যাবেন৷

এদিকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার তার আজ্ঞাবহদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে৷ এই নির্বাচন কমিশন তারা মানেন না এবং তাদের অধীনে কোন নির্বাচনে যাবেনা বিএনপি৷ তিনি বলেন, সবার আগে আলাপ আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে৷

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার সবার সঙ্গে আলাপ আলোচনা করে রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছেন৷ অতীতে কখনোই এত স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন গঠন করা হয়নি৷ বিএনপি'র নিযুক্ত আজিজ কমিশন ভোটার তালিকাই তৈরি করতে পারেনি৷

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রোববার নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং ৩ জন নির্বাচন কমিশনার অফিস শুরু করবেন বলে জানা গেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য