1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশন

৮ ফেব্রুয়ারি ২০১২

বাংলাদেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদ৷ রাষ্ট্রপতি নতুন ৪ জন নির্বাচন কমিশনারও নিয়োগ দিয়েছেন৷ বিএনপি নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে৷

https://p.dw.com/p/13z92
কাজী রকিব উদ্দিন আহমদছবি: DW

সার্চ কমিটির সুপারিশ পাওয়ার পর দিনই বুধবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করলেন৷ প্রধান নির্বাচন কমিশনার সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদ ছাড়া অন্য ৪ জন নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল মোবারক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাভেদ আলি এবং সাবেক জেলা ও দায়রা জজ মো. শাহনেওয়াজ৷ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া জানান, বুধবারই প্রজ্ঞাপন জারি হয়েছে৷ তারা অবিলম্বে শপথ নেবেন৷ জানা গেছে নির্বাচন কমিশনাররা সবাই একসঙ্গে শপথ নাও নিতে পারেন৷ কারণ নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের মেয়াদ আছে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত৷

নিয়োগ পাওয়ার পর নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি জাতীয় স্বার্থে কাজ করার সাধ্যমত চেষ্টা করবেন৷

Bangladesch Autodemonstration der Opposition Begum Khaleda Zia
বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াছবি: DW

সদ্য বিদায়ী নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন৷ তিনি বলেন, তবে নির্বাচন কমিশনকে সফল হতে হলে সবার সহযোগিতা প্রয়োজন৷

সাবেক নির্বাচন কমিশনার মুন্সেফ আলি বলেছেন, যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করা হল তা একটি শুভ উদ্যোগ৷ তিনি বলেন, রাষ্ট্রপতি জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন৷

তবে প্রধান বিরোধী দল বিএনপি তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে৷ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির এক সংবাদ সম্মেলনে সার্চ কমিটি থেকে শুরু করে পুরো প্রক্রিয়াকে অসাংবিধানিক বলে দাবি করেছেন৷

নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি ৫ বছরের জন্য নিয়োগ দিলেন৷ সব কিছু ঠিক ঠাক থাকলে তারাই ২০১৩ সালে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য