শনিবারেও বাংলাদেশে বিক্ষোভ
৩ আগস্ট ২০২৪স্থানীয় পত্রপত্রিকার খবরে বলা হয়, শনিবার দিনভর সারা রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা৷
কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল সমাবেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীসহ অসংখ্য বিক্ষোভকারী৷
স্থানীয় পত্রপত্রিকাগুলো বলছে, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার দুপুর থেকেই জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ৷
প্রত্যক্ষদর্শীর বরাতে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার খবর দিয়েছে, হালকা বৃষ্টি উপেক্ষা করে দুপুর ১২টার দিক থেকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। ৩টার দিকে সেখানে সমবেত মানুষের সংখ্যা হয়ে যায় কয়েক হাজার৷
দৈনিক প্রথম আলো বলছে, বিকেলেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছিলেন৷
শহীদ মিনারে জড়ো হওয়া আন্দোলনকারীরা শ্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা৷ এ সময় অনেকের হাতেই নানা প্ল্যাকার্ড দেখা গেছে৷
এদিকে, শনিবার রাজধানী ঢাকার আরো বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে৷ এর মধ্যে মিরপুর, সায়েন্স ল্যাবসহ আরো কয়েকটি জায়গায় সমাবেশের খবর পাওয়া গেছে৷
মিরপুর ১০ নম্বরে অবস্থান
দ্য ডেইলি স্টারের খবরে দেখা গেছে, রাজধানীর মিরপুরেও শনিবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা৷
প্রত্যক্ষদর্শীদের বরাতে পত্রিকাটি বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন৷ মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন তারা৷ ৯ দফা দাবিসহ বিভিন্ন রকমের শ্লোগান দিতে থাকেন তারা৷
পরে দুপুর ১টার দিকে গোলচক্কর কেন্দ্রিক সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়৷
সায়েন্স ল্যাবে বিক্ষোভ মিছিল
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর সায়েন্সল্যাবে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা৷ ‘সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা' দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেন৷
প্রথম আলো লিখেছে, আন্দোলনকারীদের মধ্যে একজন ঘোষণা দেন, ‘‘আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি৷ আমরা বিশ্বাস করি, পুলিশ আমাদের ওপর আক্রমণ করবে না৷''
সায়েন্স ল্যাব মোড়ে এ সময় অনেক পুলিশ সদস্য অবস্থান করছিলেন বলে জানিয়েছে পত্রিকাটি৷
এদিকে, ঢাকার বাইরেও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা৷
কুমিল্লায় আন্দোলনকারীদের মিছিলে গুলি
এদিকে, কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসূচিতে যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের বরাতে দৈনিক প্রথম আলো এতে ২৬ জন আহত হবার খবর দিয়েছে। এদের মধ্যে পাঁচ শিক্ষার্থীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা সোয়া একটার দিকে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পত্রিকাটি।
খবরে বলা হয়, ৯ দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীরা কুমিল্লা জিলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ লাইনস এলাকার দিকে যাচ্ছিলেন। মিছিলটি রেসকোর্স এলাকায় পৌঁছালে পেছন থেকে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীরা ধাওয়া দেন। এ সময় অন্তত ৩০টি গুলি করা হয়। আন্দোলনকারীরা গুলিবিদ্ধ পাঁচ শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এদিকে প্রথম আলোর খবরে প্রকাশ, পৃথক ঘটনায় বেলা ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ একদল আন্দোলনকারী।
চট্টগ্রামে নিউমার্কেট মোড়ে বিপুল সমাবেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শনিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে শুরু হয় ছাত্র-জনতার সমাবেশ৷
দ্য ডেইলি স্টারের খবরে জানা গেছে, এতে অংশ নিতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক ছাত্র-জনতা৷ নিউমার্কেট এলাকায় বন্ধ হয়ে গেছে যান চলাচল৷
এ সময় কোতোয়ালী থানার দিক থেকে আসা সড়ক ব্যারিকেড দিয়ে রেখেছেন শিক্ষার্থীরা৷
পত্রিকাটি বলছে, নগরীর রিয়াজ উদ্দিন বাজার আমতলি মোড়, স্টেশন রোড, সদরঘাট রোড, সিটি কলেজের মোড়সহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে৷
প্রত্যক্ষদর্শীর বরাতে পত্রিকাটি বলছে, সময় যত গড়াচ্ছে নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার চাপ বাড়ছে নিউমার্কেট এলাকায়৷
টাঙ্গাইলে ছাত্রজনতার সমাবেশ
সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে টাঙ্গাইলে ছাত্রজনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ চলছে৷
শনিবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নজরুল সরণী সড়কে সমবেত হন টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা থেকে আসাবিক্ষোভকারীরা৷ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে শ্লোগান দিতে থাকেন৷
দ্য ডেইলি স্টারের খবরে দেখা গেছে, জেলার সখীপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে৷ এ সময় সংঘর্ষ শুরু হলে দুপুর পর্যন্ত পুলিশসহ অন্তত ১৫ জন আহত হবার খবর দিয়েছে পত্রিকাটি৷
কুষ্টিয়ায় বিক্ষোভ
কুষ্টিয়ায় বৃষ্টির মধ্যে চার কিলোমিটার হেঁটে মিছিল করেছেন আন্দোলনকারীরা৷
দ্য ডেইলি স্টারের প্রতিবেদন বলছে, শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয়৷ সেখান থেকে সাদ্দাম বাজার হয়ে চৌড়হাস মোড়ে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে৷ এরপর মিছিলটি মজমপুর গেটে অবস্থান নেয়৷ জেনারেল হাসপাতালের সামনেই মিছিলটি শেষ হবার কথা৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলে শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন৷
পত্রিকাটি বলছে, এই কর্মসূচি ঘিরে পুলিশ কাউকে বাধা দেয়ার বা আটকের চেষ্টা করেনি, তবে সতর্ক অবস্থানে ছিল বিভিন্ন বাহিনীর সদস্যরা৷
খুলনায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় মামলা
খুলনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্য সুমন কুমার ঘরামীকে (৩৩) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে৷ গতকাল শুক্রবার রাতে লবণচরা থানার উপপরিদর্শক মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি করেন৷ মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় এক হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে৷
রংপুর ও বগুড়ায় মিছিল ও সমাবেশ
দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রংপুর প্রেসক্লাব চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নিতে আসেন অভিভাবক ও শিক্ষকরা৷
দুপুর ১২টার দিকে তাদের বিক্ষোভ মিছিল প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে৷ এ সময় জিলা স্কুল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আন্দোলনকারীরা৷
এদিকে বগুড়ায় শনিবার বিকেল ৩টায় শহরের সাতমাথা এলাকায় শিক্ষার্থী, অভিভাবকসহ কয়েক হাজার মানুষ জড়ো হন৷ এ সময় তারা ৯ দফা দাবিতে শ্লোগান দেন৷
দ্য ডেইলি স্টারের প্রতিবেদন বলছে, বিকেল ৪টার দিকে বিক্ষোভকারীরা সার্কিট হাউসের দিকে যেতে চাইলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ৷ এসময় তাদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে৷
জেডএ/এপিবি