লন্ডন হামলার দায় স্বীকার করলো আইএস
২৩ মার্চ ২০১৭ইসলামিক স্টেট-এর প্রচারণা সংস্থা ‘আমাক’ এই দাবি করেছে৷ তাদের সূত্র অনুযায়ী হামলাকারী ইসলামিক স্টেট-এরই এক যোদ্ধা৷ আইএস-এর ডাকে সাড়া দিয়ে সে এই কাজ চালিয়েছে৷ তবে আততায়ীর নাম বা তার সঙ্গে আইএস-এর যোগাযোগ সম্পর্কে অন্য কোনো খবর জানায়নি আইএস৷
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে জানিয়েছেন, আততায়ীর জন্ম ব্রিটেনেই এবং সে উগ্র ইসলামপন্থি ভাবাদর্শে অনুপ্রাণিত হয়েছিল৷ কয়েক বছর আগে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআইফাইভ তার উপর তদন্ত চালিয়েছিল৷ তবে সম্প্রতি তার ষড়যন্ত্রের কোনো আভাস পাওয়া যায়নি৷
পুলিশ এর মধ্যে লন্ডন ও বার্মিংহ্যাম শহরের ৬টি জায়গায় তল্লাশী চালিয়ে ৮ জনকে আটক করেছে৷ এখনো পর্যন্ত জানা গেছে যে, এই হামলায় এক পুলিশ অফিসার ও আততায়ী সহ ৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে৷ পুলিশ আততায়ীকে গুলি করে হত্যা করে৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক৷
প্রত্যক্ষদর্শীরা এখনো তাদের বিহ্বলতা কাটিয়ে উঠছে পারছে না৷ গোটা চিত্র ক্রমশঃ স্পষ্ট হয়ে ওঠার পর তারা ঘটনার ভয়াবহতা বুঝতে পারছেন৷
ওয়েস্টমিনস্টার সেতুর উপর গাড়ি চালিয়ে নির্বিচারে পথচারীদের ধাক্কা দেবার ঘটনার সময়ে সেখান দিয়ে যাচ্ছিলেন পোল্যান্ডের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকর্স্কি৷ তিনি নিজে মোবাইল ফোনের ক্যামেরায় কিছু দৃশ্য ধরে রাখেন৷
গোটা বিশ্বে এই হামলার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে৷ বলেছেন, এই কঠিন পরিস্থিতি সত্ত্বেও শহরের মানুষ সন্ত্রাসবাদের সামনে মাথা নত করবে না৷
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়ারের একটি টুইটার বার্তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে৷ তিনি লন্ডনের মেয়র সাদিক খানের একটি পুরানো সাক্ষাৎকারের উদ্ধৃতি নিয়ে তীর্যক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন৷
এসবি/জেডএইচ (এএফপি, ডিপিএ)