‘রোহিঙ্গা শিশুরাও আমার শিশুর মতো'
১৬ ফেব্রুয়ারি ২০১৮‘আমরা প্রত্যেকে আমাদের শিশুদের ভালোবাসি৷ আসুন, পাশে দাঁড়াই রোহিঙ্গা শিশুদের৷' টুইটারে এমনই এক টুইট করে সাড়া ফেলে দিয়েছেন সুপারস্টার রোনাল্ডে৷ টুইটে পাশাপাশি দু'টি ছবি আপলোড করেছেন তিনি৷ একদিকে খালি পায়ে শিশুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন এক রোহিঙ্গা বাবা, অন্যদিকে নিজের ৪ সন্তানকে নিয়ে বসে আছেন রোনাল্ডো৷
রোনাল্ডোর টুইট সোশ্যাল মিডিয়াতে আসার পরেই ভাইরাল হয়ে যায়৷ অনেকেই তাঁকে সমর্থন করে টুইটটি শেয়ার করতে থাকেন৷ এই প্রথম রোনাল্ডোর মতো কোনো ফুটবলস্টার রোহিঙ্গা সমস্যা নিয়ে সরাসরি মন্তব্য করলেন, আবেদন জানালেন রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ানোর৷
২০১৫ সালের আগস্টের পর থেকে রোহিঙ্গারা আবার তাঁদের দেশ মিয়ানমার ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলিতে আশ্রয় নিচ্ছেন৷ সবচেয়ে বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে৷ মিয়ানমারের সেনাবাহিনীর হামলায় অন্তত প্রায় ৭ হাজার রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ৷ নিহতদের মধ্যে অসংখ্য শিশুও রয়েছে৷
ঘটনার সূত্রপাত, রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের একটি সংগঠন মিয়ানমারের ৩০টি পুলিশ ফাঁড়ি আক্রমণ করার পর৷ মিয়ানমার সেনাবাহিনী শক্ত হাতে সন্ত্রাসীদের দমনের নামে একের পর এক রোহিঙ্গা গ্রামে আক্রমণ চালায়৷
সম্ভবত সেই সমস্ত খবরই রোনাল্ডোকে নাড়িয়ে দেয়৷ রোহিঙ্গা শিশুদের বাস্তবিক অবস্থার কাহিনি পড়ে এবং ছবি দেখে এমন একটি পোস্ট করেন তিনি৷ মাঠে এবং মাঠের বাইরে বরাবরই আবেগপ্রবণ বলে পরিচিত রোনাল্ডো৷ তিনি কাঁদেন, হাসেন, রাগ প্রকাশ করেন৷ রোহিঙ্গা শিশুদের নিয়ে রোনাল্ডোর টুইট সেই আবেগেরই আরেকরকম বহিঃপ্রকাশ৷
এসজি/এসিবি (রয়টার্স/এপি)