মেসি-নেইমার-রোনাল্ডো
৩ জুলাই ২০১৪সামহয়্যারইন ব্লগে নেইমার আর মেসিকে নিয়ে ছড়া লিখেছেন সুমাইয়া বরকতউল্লাহ৷ ছড়ার নামও নেইমার-মেসি৷
সুমাইয়ার পটু হাতে লেখা ছড়াটি এমন,
‘‘বিড়াল-ইঁদুরে বুদ্ধি করে, পেতেছে এবার দোস্তি,
ভুলে গেছে ঝগড়া-ঝাটি, করবে না আর কুস্তি৷
লেঞ্জা নাড়ে বিড়াল মশাই, ইঁদুর পালায় গর্তে,
ইঁদুর বলে মরে গেলেও, মিলব না কোনো শর্তে৷
এমনি তাদের বড়াই অনেক, দেখায় খালি পেশি
একজন হয় নেইমার আর, আরেকজন হয় মেসি৷''
রাশু আলম পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খুব ভালো ভক্ত৷ সাধারণ ভক্ত প্রিয় তারকার সাফল্যে উল্লসিত হলেও ব্যর্থতায় হতাশ হয়ে সমালোচনায় মুখর হন৷ রাশু আলম সেরকম নন৷ তিনি বরং এবারের বিশ্বকাপে উল্লেখযোগ্য কিছু করতে না পারায় ফিফা বর্ষসেরা রোনাল্ডোর যাঁরা লাগামহীন সমালোচনায় মেতেছেন তাঁদেরই এক হাত নিয়েছে আমার ব্লগে৷ ‘বিদায় রোনালদো' শিরোনামের লেখাটিতে তাঁর মূল বক্তব্য,
‘‘ যারা কিনা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ম্যাক্স ফেয়ার্নেস/গার্নিয়ার/ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ঘষে কিংবা সেলুনে গিয়ে নাপিতকে চুল ভালো মতো কাটার নির্দেশনা দেয়, তারাই এখন আবার রোনালদোর হেয়ার ষ্টাইলের সমালোচনা করে৷ হিপোক্রেসির একটা মাত্রা থাকা উচিত৷''
রোনাল্ডোর ব্যর্থতার কারণ হিসেবে রাশু লিখেছেন,, ‘‘ইনজুরি আক্রান্ত ও ফর্মহীন একটা দল নিয়ে রোনালদোর পক্ষে আর কি করা সম্ভব ছিল? তার উপর কঠিন একটা গ্রুপ৷ মেসি খুব ভালো খেলছেন কোনো সন্দেহ নেই কিন্তু আর্জেন্টিনা টিমে আছে ডি মারিয়া, আগুয়েরো, হিগুয়েন-এর মতো প্লেয়ার যারা প্রতিনিয়ত মেসিকে সাপোর্ট করছে৷ ব্রাজিলে নেইমারের সঙ্গী হিসেবে আছে মার্সেলো, আলভেজ, অস্কার, হাল্কের মতো প্লেয়ার৷ পক্ষান্তরে আক্রমণে রোনালদোর সঙ্গী এডার (যার নাম পর্তুগালের বাইরে আগে কেউ শুনেছে কিনা কে জানে ), নানি ( যে কিনা গত মৌসুমের বেশির ভাগ সময়ই ম্যান ইউয়ের বেঞ্চে বসে কাটিয়েছে)৷ মেসি ও নেইমার খেলেছে তুলনামুলক সহজ একটা গ্রুপে, অন্যদিকে রোনালদোকে খেলতে হয়েছে এবারের বিশ্বকাপের অন্যতম কঠিন গ্রুপে যে গ্রুপে ছিল জার্মানি, ঘানা, যুক্তরাষ্ট্রের মতো দল৷''
রাশু মনে করেন, ‘‘রোনালদোর দুর্ভাগ্য যে তাঁর জন্ম ব্রাজিল ,আর্জেন্টিনা বা নিদেনপক্ষে জার্মানি বা ইতালিতে হয়নি৷ হলে কী হতো সেই আক্ষেপ হয়তো সারা জীবনই আমাদের সঙ্গী হবে৷ হ্যাঁ, এটা সত্য যে এবারের বিশ্বকাপে রোনালদো খুব একটা ভালো খেলতে পারেননি, কিন্তু রোনালদোর যা স্বভাব তাতে এই ব্যর্থতা তাঁকে আগামীতে আরও শাণিত করবে৷ হয়তো আগামী মৌসুমে মাদ্রিদের হয়ে আরও বিস্ফোরক কোনো রোনালদোকে আমরা দেখব৷''
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী