জাতিসংঘের হস্তক্ষেপ কামনা
১৮ জানুয়ারি ২০১৭মালয়েশিয়ার কুয়ালালামপুরে ওআইসির এই একদিনব্যাপী বিশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে৷ সম্মেলন শেষে একটি প্রজ্ঞাপন জারি করা হবে৷ মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান বলেন, আন্তর্জাতিক আইন মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হবে৷ এছাড়া রাখাইন রাজ্যে ইতিমধ্যে মানবাধিকার পরিস্থিতির যে চরম অবনতি হয়েছে সেটি যেন আর না বাড়ে সেই ব্যবস্থা নিতে মিয়ানমারকে অনুরোধ করবে ৫৭টি মুসলিমপ্রধান রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ওআইসি৷ নির্যাতনের শিকার হওয়ার ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা যেন নিরাপদে তাদের এলাকায় ফিরতে পারে সে ব্যবস্থা করতে দেশটির প্রতি আহ্বান জানানো হবে৷
রোহিঙ্গাদের কাছে যেন বাধাহীনভাবে মানবিক সাহায্য পৌঁছে দেয়া যায় সেজন্য মালয়েশিয়া মিয়ানমারের উপর চাপ তৈরি করবে বলেও জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমান৷
জাতিসংঘের হস্তক্ষেপ কামনা
ওআইসির সম্মেলন শুরুর আগে সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের রোহিঙ্গা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাবেন মিয়ানমার বিষয়ক ওআইসির প্রতিনিধি সৈয়দ হামিদ আলবার৷ সম্মেলনের আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন৷ হামিদ আলবার বলেন, ‘‘রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন, নিপীড়ন যেন আর না বাড়ে সেটি নিশ্চিত করতে জাতিসংঘের এগিয়ে আসা উচিত৷'' গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্ততপক্ষে ৮৬ জন রোহিঙ্গা নিহত হওয়া ও প্রায় ৬৬ হাজার রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘‘এটি এখন আর শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং আন্তর্জাতিক উদ্বেগেরও৷''
রোহিঙ্গাদের পরিস্থিতির উন্নয়নে ওআইসির জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া উচিত বলেও মনে করেন হামিদ আলবার৷ ‘‘আমরা কম্বোডিয়া ও রুয়ান্ডার মতো গণহত্যা আর দেখতে চাই না'', বলেন তিনি৷
স্বাধীন কমিশন গঠনের আহ্বান
রাখাইন রাজ্য রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর নির্যাতন, নিপীড়নের অভিযোগ তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে মিয়ানমারের ৪১টি সংগঠন৷ এর মধ্যে নারী অধিকার বিষয়ক সংস্থা সহ আছে মানবাধিকার ও উন্নয়ন বিষয়ক সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান৷ বুধবার এক বিবৃতিতে তারা এই আহ্বান জানায়৷
এর আগে অভিযোগ তদন্তে একটি কমিশন গঠন করেছিল মিয়ানমার সরকার৷ চলতি মাসের শুরুতে প্রকাশিত ঐ কমিশনের প্রতিবেদনটি মানবাধিকার সংস্থাগুলোর কাছে ‘হাস্যকর' মনে হয়েছিল৷ কারণ কমিশন বলেছিল, রোহিঙ্গাদের উপর নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্যাতন চালানোর অভিযোগ নাকি সত্য নয়৷
এদিকে, মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়াংহি লী রাখাইন রাজ্যে তাঁর তদন্ত বিষয়ক সফর শুক্রবার শেষ করবেন বলে জানা গেছে৷
জেডএইচ/ডিজি (এপি, রয়টার্স, ডিপিএ)