1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনালে

১৭ ফেব্রুয়ারি ২০১৩

খুনি ছেলেকে বাঁচাতে ধনী, প্রভাবশালী মায়ের চেষ্টার কাহিনি নিয়ে গড়ে ওঠা রোমানিয়ার ছবি এবার বার্লিন চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার ‘গোল্ডেন বেয়ার’ বা স্বর্ণ ভল্লুক জিতে নিয়েছে৷

https://p.dw.com/p/17fi1
ছবি: Reuters

কালিন পেটার নেৎসার পরিচালিত ‘চাইল্ডস পোজ' ছবিতে কমিউনিস্ট পরবর্তী রোমানিয়ায় শাসক শ্রেণির চরিত্র তুলে ধরা হয়েছে৷

ছবিতে দেখা যাচ্ছে, উচ্চবিত্ত এক নারীর ছেলে গাড়ি চালাতে গিয়ে হত্যা করে গরিব এক তরুণকে৷ এই অভিযোগে কারাদণ্ডের অপেক্ষায় থাকে ছেলেটি৷ সেখান থেকে তাকে মুক্ত করার চেষ্টা চালায় তার প্রভাবশালী মা৷

বসনিয়ার ডকু-ড্রামা ‘অ্যান এপিসোড ইন দ্য লাইফ অফ অ্যান আয়রন পিকার' বার্লিনালেতে দুটো পুরস্কার জিতেছে৷ এক রোমা দম্পতি, যাদেরকে জীবনরক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, এমন এক সত্য কাহিনি নিয়ে তৈরি হয়েছে ছবিটি৷

Berlinale 2013 Filmstill Child's Pose
‘চাইল্ডস পোজ’ ছবির একটি দৃশ্যছবি: Cos Aelenei

অস্কার বিজয়ী পরিচালক দানিস তানোভিচের এই ছবিটি সেরা অভিনেতার খেতাব ছাড়াও জুরি অ্যাওয়ার্ডে রানার আপ হয়েছে৷

৬৩তম বার্লিনালেতে সেরা পরিচালক হয়েছেন ‘প্রিন্স আভালান্স' ছবির ডেভিড গর্ডন গ্রিন৷ আর সেরা অভিনেত্রী হয়েছেন চিলি'র পলিনা গার্সিয়া৷ ‘গ্লোরিয়া' ছবির জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন৷

৭ তারিখে শুরু হওয়া বার্লিনালের শেষ দিন রবিবার৷ আর পুরস্কার ঘোষিত হয়েছে শনিবার রাতে৷ চীনা পরিচালক ওঙ কার ওয়াই এবার জুরি বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করেন৷

জেডএইচ / এসি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য