রেকর্ড ছুঁলেন ফেটেল
২৬ নভেম্বর ২০১৩বয়স মাত্র ২৬৷ জার্মানির এই ফর্মুলা ওয়ান ড্রাইভার এ বয়সেই আলিঙ্গন করে চলেছেন একের পর এক রেকর্ডকে৷ রবিবার ব্রাজিলের সাও পাওলোতেও ওড়ালেন বিজয় নিশান৷ বছরের শেষ আয়োজন ব্রাজিলিয়ান ফর্মুলা ওয়ান রেস সবার আগে শেষ করে তিনি ছুঁয়ে ফেলেছেন স্বেদেশি জীবন্ত কিংবদন্তি মিশায়েল শুমাখারকে৷ ১৭ বছরের ক্যারিয়ারে এক বছরে সর্বোচ্চ ১৩টি শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন শুমাখার৷ ২০০৪ সালে গড়া তাঁর সেই রেকর্ড ষষ্ঠ বছরেই ছুঁয়ে ফেলেছেন ফেটেল৷
ব্রাজিলিয়ান গ্রঁ প্রিঁ-তে এ বছরের টানা নবম জয় পেয়েছেন ফেটেল৷ এর ফলে ছুঁয়ে ফেলেছেন আরেকটি রেকর্ড৷ ৬১ বছর আগে টানা নয়টি জয় পেয়েছিলেন ইটালির আলবার্তো আসকারি৷ তরুণ ফেটেল যে শুমাখার এবং আসকারিকে পেছনে ফেলার সম্ভাবনা জাগিয়ে নতুন বছর শুরু করবেন, তাতে আর সন্দেহ কী!
এমন অর্জনে রেড বুলের এই ফর্মুলা ওয়ান তারকা স্বাভাবিক কারণেই খুশিতে উদ্বেল৷ রেস শেষে স্বতীর্থদের উদ্দেশ্যে তাই তিনি বলেছেন, ‘‘ বন্ধুরা, তোমাদের নিয়ে আমি গর্বিত৷ আমি তোমাদের ভালোবাসি৷ এ মুহূর্তটির কথা মনে রেখো, এ অর্জনের আনন্দ উপভোগ করো৷ হ্যাঁ, আমরা এটা করে দেখিয়েছি৷ অবিশ্বাস্য লাগছে!''
ফর্মুলা ওয়ানে এখন চলছে ফেটেল যুগ৷ রবিবার তাঁর সাফল্যে উজ্জ্বল দিনটিতেই ফর্মুলা ওয়ানকে বিদায় জানিয়েছেন ফেটেলের স্বতীর্থ মার্ক ওয়েবার৷ ফলে ব্রাজিলিয়ান গ্রঁ প্রিঁ হয়ে রইল তাঁর ক্যারিয়ারের শেষ ফর্মুলা ওয়ান রেস৷ শেষ রেসে দ্বিতীয় হলেও অস্ট্রেলীয় এই ড্রাইভারের ক্যারিয়ারও বেশ সাফল্যে মোড়ানো৷ আগের দু'বার ব্রাজিলের এ আয়োজনে তিনিই ছিলেন সেরা৷ ফর্মুলা ওয়ান ছেড়ে ওয়েবার এবার শ্রেষ্ঠত্ব দেখাতে চান স্পোর্টস কার রেসিংয়ে৷ নতুন বছরে পোর্শের হয়ে সেখানে হয়ত ঝড় তুলতে দেখা যাবে তাঁকে৷
এসিবি/ডিজি (এপি, রয়টার্স)