ফেটেল কি ইতিহাস গড়বেন?
২৯ অক্টোবর ২০১৩এখন এই প্রশ্নটা করা হলে বেশিরভাগেরই উত্তর হবে, না? কারণ ফেটেলের জন্মটাই যেন হয়েছে রেকর্ডের জন্য৷ তা না হলে সবচেয়ে কম বয়সি হিসেবে ফর্মুলা ওয়ানের রেস শুরু, পয়েন্ট সংগ্রহ, রেস জয় এমন আরও অনেক রেকর্ডই জড়িয়ে আছে ফেটেলের নামের সঙ্গে৷
ফেটেলের দল রেডবুল এর প্রধান ক্রিস্টিয়ান হোর্নার মনে করেন, স্বদেশি মিশায়েল শুমাখারের করা সাতবারের বিশ্ব চ্যাম্পিয়নের রেকর্ডটি ভেঙে ফেলার ক্ষমতা আছে ফেটেলের৷ রবিবার ইন্ডিয়ান গ্রঁ প্রিঁ জিতে ফেটেল পরপর চারবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার পর সাংবাদিকরা হোর্নারের কাছে শুমাখারের রেকর্ড ভাঙা সম্ভব কিনা জানতে চাইলে এমন মন্তব্য করেন তিনি৷ উল্লেখ্য, শুমাখার যখন রেকর্ড করেন তখন অনেকেরই মনে হয়েছিল, হয়ত রেকর্ডটা বহাল থাকবে অনেকদিন পর্যন্ত৷ কিন্তু কার্পেন্ট্রি ব্যবসায়ী নরব্যার্ট ফেটেলের ছেলে সেবাস্টিয়ান ফেটেল মনে হয় তাঁর ছেলেবেলার নায়ক শুমাখারের রেকর্ডটা আর থাকতে দিচ্ছেন না৷
ভারতে ফিরবে ফর্মুলা ওয়ান?
ভারতে এ নিয়ে তিনবার গ্রঁ প্রিঁ অনুষ্ঠিত হলো৷ আগামীবার সেখানে ফর্মুলা ওয়ানের আসর যে বসবে না সেটা আগেই জানানো হয়েছে৷ তবে আয়োজকদের আশা ২০১৫ সালে ভারতে আবারও ফিরবে ফর্মুলা ওয়ান৷ কিন্তু রবিবার দর্শক সংখ্যা কম হওয়ায় সেটা সম্ভব হবে কি না সেটা সময়ই বলে দেবে৷ ২০১১ সালে প্রথমবার যখন দিল্লিতে ফর্মুলা ওয়ানের আয়োজন হয়েছিল তখন দর্শক সংখ্যা ছিল ৯৫ হাজার৷ পরের বছর সেটা হয় ৬৫ হাজার৷ আর এবার দর্শক সংখ্যা ৫০ থেকে ৬০ হাজারের মধ্যে ছিল বলে জানান হয়েছে৷ আয়োজকদের দাবি, বিশ্বের অন্যান্য দেশে রেসের সময় উপস্থিত থাকা গড় দর্শক সংখ্যাটা এমনই৷
এদিকে, ২০১৪ সালে ভারত থেকে ফর্মুলা ওয়ান সরিয়ে নিতে সেখানকার ‘রাজনীতি'-কে একটা অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন ফর্মুলা ওয়ানের প্রধান বার্নি একলেস্টোন, এমন একটা তথ্য প্রকাশিত হয়েছে গণমাধ্যমে৷
সব মিলিয়ে ২০১৫ সালে ভারতে আবারও আসর বসবে কিনা, তা জানতে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই৷
জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)