রুশ ভাড়াটে সেনাকে উত্তর কোরিয়ার অস্ত্র: অ্যামেরিকা
২৩ ডিসেম্বর ২০২২ইউক্রেনে ৫০ হাজার ওয়াগনার যোদ্ধা রাশিয়ার হয়ে লড়াই করছে বলে মনে করা হয়। তাদের কাছে অস্ত্রের প্রথম শিপমেন্ট পৌঁছে গেছে। তাতে রকেট ও ক্ষেপণাস্ত্র আছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা।
হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ''ওয়াগনারের কাছে যে পরিমাণ অস্ত্র পৌঁছেছে, তা আমরা খতিয়ে দেখেছি। এর ফলে যুদ্ধের গতি বা ফলাফলে কোনো প্রভাব পড়বে না।''
কিরবি বলেছেন, গত মাসে উত্তর কোরিয়া অস্ত্র পাঠিয়েছে। তারা আরো অস্ত্র পাঠাতে পারে। তাই অ্যামরিকা উদ্বিগ্ন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি উত্তর কোরিয়ার নিন্দা করে বলেছেন, ''রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন এখন অস্ত্রের জন্য উত্তর কোরিয়ার মুখাপেক্ষি। বোঝা যাচ্ছে, রাশিয়া কতটা একা ও বেপরোয়া। ''
অস্বীকার করলো উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অস্ত্র সরবরাহের খবর ভিত্তিহীন। সরকারি সংবাদসংস্থা কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়া তাদের নীতিগত অবস্থান বদল করেনি। রাশিয়ার সঙ্গে তাদের কোনোরকম অস্ত্র কেনাবেচা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে কেসিএনএ জানিয়েছে, ইউক্রেনে যে রক্তপাত হচ্ছে তার জন্য অ্যামেরিকা দায়ী। তারা ইউক্রেনের কম বয়সিদের হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র তুলে দিচ্ছে।
বাইডেন প্রশাসনের নিন্দা
বাইডেন প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার অস্ত্র কেনাবেচার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে। তারা সেই নিষেধাজ্ঞা ভেঙে অস্ত্র বিক্রি করেছে। রাশিয়াও ইউক্রেনে তাদের আগ্রাসন বজায় রাখতে উত্তর কোরিয়া ও ইরানের কাছ থেকে অস্ত্র কিনছে। এটা মেনে নেয়া যায় না।
জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)