রাষ্ট্রপতি নির্বাচন
২১ জুন ২০১২বুধবার পর্যন্ত খবর ছিল, তৃণমূল কংগ্রেসের সমর্থন পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে শুক্রবারই কলকাতা আসছেন ইউপিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায়৷ কিন্তু তার পরই বেশ কিছু ঘটনা ঘটে যায়৷ এই মুহূর্তে প্রণবের একমাত্র প্রতিপক্ষ পিএ সাংমা প্রার্থীপদ প্রত্যাহারে রাজি না হয়ে নিজের দল এনসিপি ছেড়ে দেন৷ এনসিপি প্রণবের প্রতি সমর্থন নিশ্চিত করে৷ একই ইস্যুতে এনডিএ-তে মতবিরোধ দেখা দেয় এবং সংযুক্ত জনতা দল ও শিবসেনা প্রণবকেই সমর্থন দেবে বলে জানায়৷
এদিকে বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ কবীর সুমনকে ফোন করে প্রণব মুখোপাধ্যায় সমর্থন চেয়েছেন, মতান্তরে সুমনই উদ্যোগী হয়ে প্রণবকে ফোন করে সমর্থন জানিয়েছেন, এই খবরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়৷ ঘটনা যাই হোক, এতে একটা সম্ভাবনা স্পষ্ট হয়ে যায় যে, গোপন ব্যালটের ভোটে অনেকেই দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন৷
এখন যা দাঁড়িয়েছে, নির্দলীয় প্রার্থী পিএ সাংমাকে সমর্থন করছে বিজেপি, বিজু জনতা দল, এবং জয়ললিতার এআইডিএমকে৷ এবং এদিনের খবর, প্রণব নন, তৃণমূলের সমর্থন চাইতে শুক্রবার সাংমা আসছেন কলকাতায়৷ যদিও তৃণমূল শিবিরের খবর, সাংমা যেহেতু প্রকারান্তরে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, তাঁকে তৃণমূল সমর্থন জোগাবে কিনা, সে নিয়ে সংশয় রয়েছে৷ দলের এক অংশের বক্তব্য, বরং ভোটদান থেকে বিরত থাকুক তৃণমূল৷
তবে এদিনের সবথেকে বড় খবর, প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের ইস্যুতে দ্বিধাবিভক্ত বামফ্রন্ট৷ শুক্রবার সিপিএম পলিটব্যুরোর বৈঠকে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়৷ কিন্তু বামফ্রন্টের দুই শরিক সিপিআই এবং আরএসপি-র এ ব্যাপারে আপত্তি ছিল৷ মতবিরোধ দূর করতে এদিন বিকেলেই বৈঠকে বসে চার বাম দল৷ কিন্তু মতৈক্য হয়নি৷ প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন জানাবে সিপিএম এবং ফরোয়ার্ড ব্লক৷ কিন্তু সিপিআই এবং আরএসপি ভোটদানে বিরত থাকবে৷
প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়, কলকাতা
সম্পাদনা: জাহিদুল হক