রাশিয়া-ইইউ কেউ লাভবান নয়, লাভ তুরস্কের
৪ ডিসেম্বর ২০১৪সাউথ স্ট্রিম গ্যাস লাইন প্রকল্প বন্ধ করে পুটিন কি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উপর প্রতিশোধ নিলেন! হয়ত তিনি দেখতে চান রাশিয়ার কাছ থেকে গ্যাস না পেয়ে ইউরোপের কী অবস্থা হয়৷ এছাড়া বিশ্বের অন্যান্য দেশে গ্যাস সরবরাহ করে নিজেদের অবস্থানটা কি যাচাই করে দেখতে চান পুটিন? আন্দ্রে গুর্কভের মতে এভাবেই এই শক্তিশালী ব্যাক্তিটি নিজের ভাবনাগুলো বিক্রি করছেন৷ কেননা এই সিদ্ধান্তটা পুটিনের একেবারেই নিজস্ব, যেটা রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক একেবারে পরিষ্কারভাবে জানিয়েছেন৷
ইউক্রেনকে এড়িয়ে যাওয়া, কূটনৈতিক বিজয়
রাশিয়া যেভাবে ঘোষণা দিয়েছে, তাতে মনে হতে পারে পাইপলাইন সরিয়ে নিয়ে যাওয়াটা খুব সহজ একটা ব্যাপার, যদিও সেটা নয়৷ এটা অবশ্যই পুটিনের জন্য বিজয় নয়, আবার তার পরাজয়ও নয়, যা অনেক ইউরোপীয় নেতাদের কাছে মনে হচ্ছে৷ আসলে পুটিন যা করেছেন তা হলো অদল বদল৷ তিনি কেবল একটু পরিবর্তীত পরিস্থিতিটা দেখতে চান, আসলে তিনি জানেন ইউরোপই তার প্রধান ক্রেতা৷
প্রথমে লক্ষ্য ছিল ইউক্রেন হয়ে রাশিয়া থেকে কৃষ্ণসাগর হয়ে বুলগেরিয়ার উপর দিয়ে অস্ট্রিয়ায় পৌঁছাবে সাউথ স্ট্রিম৷ কিন্তু ক্রেমলিনের জন্য ভূ রাজনীতি ভীষণ গুরুত্বপূর্ণ৷ তাই তাদের ধারণা হলো পাইপলাইন যদি ইউক্রেন হয়ে যায় তবে গ্যাস সরবরাহ করার, অর্থাৎ ট্রানজিটের সুবিধা নিয়ে রাশিয়ার সাথে রাজনীতি করবে কিয়েভ৷
ট্রানজিট দেশ হিসেবে তুরস্ক
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধাবস্থায় পুটিনের জন্য এই সাউথ স্ট্রিম প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ তুরস্কের রাজধানী আঙ্কারায় গিয়ে তাই সাউথ স্ট্রিমের নতুন প্রকল্প ঘোষণা দেন তিনি৷ প্রতিবছর ৬৩ বিলিয়ন ঘনমিটার গ্যাস কৃষ্ণসাগর হয়ে তুরস্কে যাবে৷
এই প্রকল্প অনুযায়ী তুরস্কে পাইপ লাইন স্থাপনের জন্য কাঠামো সংস্কার ও নির্মাণ করতে হবে৷ নতুন এই পাইপলাইন থেকে যে গ্যাস পাওয়া যাবে তুরস্কের জন্য তা তুলনামূলক সস্তা৷ ফলে তুরস্কের নিজেদের ব্যবহারের জন্য যে ১৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস দরকার, তা তারা এখান থেকে সহজেই পেয়ে যাবে৷ যা বর্তমানে রাশিয়া থেকে ইউক্রেন হয়ে বলকানের মধ্য দিয়ে পায় তুরস্ক৷
বুলগেরিয়া অতটা ক্ষতিগ্রস্ত হবে না
তুরস্ক ব্যবহারের পর যেটা থাকল সেই গ্যাসের পরিমাণ ৫০ বিলিয়ন ঘনমিটার৷ গাসপ্রমের প্রধান নির্বাহী আলেক্সি মিলার জানান, এটা তুরস্ক থেকে গ্রিস হয়ে ঢুকবে ইউরোপে৷ তাহলে বোঝাই যাচ্ছে লক্ষ্যটা কিন্তু ইউরোপ৷ কারণ বেশিরভাগ গ্যাসই সরবরাহ হবে ইউরোপে৷ আসলে পাইপলাইনের নাম ছাড়া খুব একটা বদল হচ্ছে না প্রকল্পে৷ কারণ ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাসের বাজার হারানোর মতো বোকামি করবে না রাশিয়া৷ এমনকি পুটিন যে বুলগেরিয়াকে সবচেয়ে বড় পরাজয়ের শিকার বলেছেন, বাস্তবে বুলগেরিয়া ততটা ক্ষতিগ্রস্ত হবে না৷ কেননা তার ট্রানজিট ফি সে ঠিকমতই সংগ্রহ করতে পারবে৷
মানচিত্র দেখলে ব্যাপারটি আরো পরিষ্কার হয়ে যায়৷ তুরস্ক পশ্চিম সীমান্তটা গ্রিস আর বুলগেরিয়ার সাথে ভাগাভাগি করেছে৷ তাই কেবল গ্রিস দিয়েই কি সব গ্যাস ঢুকবে? কেননা গ্রিসে এত বড় বাজার নেই৷ আর তাছাড়া কয়েক বছরের মধ্যেই তাদের টিএপি পাইপলাইন তৈরি হয়ে যাবে, যা আজারবাইজান থেকে ইটালি হয়ে আসবে৷
তুরস্কের জয়
পুরো ব্যাপারটা ভালোমত পর্যবেক্ষণ করলে দেখা যায় এখানে রাশিয়া বা ইউরোপীয় ইউনিয়ন কেউই পরাজিত হয়নি বা লাভবান হয়নি, তবে লাভ যদি কারো হয়ে থাকে, তা হয়েছে তুরস্কের৷ তুরস্ক ভালো পাইপলাইন তৈরি করতে পারলে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক ও ইরান থেকে গ্যাস ইউরোপে সরবরাহ করা তাদের জন্য খুবই সহজ হবে৷ এমনকি এক্ষেত্রে রাশিয়ার জন্য তুরস্ক হয়ে উঠতে পারে শক্তিশালী প্রতিপক্ষ৷