ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
২ নভেম্বর ২০১৭বুধবার প্রধানমন্ত্রী টেরেসা মে'র কাছে পাঠানো পদত্যাগপত্রে মাইকেল ফ্যালন বলেন, ‘‘আমার আগের কিছু ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে আরও বেশ কয়েকজন এমপি'র বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে৷ এসবের বেশিরভাগই মিথ্যা, তবে আমি স্বীকার করছি, যাদের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত, সেই সেনাবাহিনীর একজনের কাছ থেকে যেমন আচরণ প্রত্যাশা করা হয়, আমার আচরণ তার চেয়ে নিম্নমানের ছিল৷''
প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেছেন টেরেসা মে৷ পদত্যাগ গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেছেন,‘‘ আপনি নিজের অবস্থান, পেশা এবং নারীদের কথা ভেবে যেভাবে এ সিদ্ধান্ত নিলেন তার প্রশংসা করি আমি৷''
অভিযোগের ঝুলি
যৌন হয়রানির অভিযোগে ৪০ জন এমপির নামের তালিকা সম্প্রতি প্রকাশ করে একটি অনলাইন৷ অভিযোগ যথাযথভাবে যাচাইয়ের পরই নামগুলো প্রকাশ করা হয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি৷
এরইমধ্যে তালিকায় নাম ওঠা ব্যক্তিদের ব্যাপারে তদন্তের নির্দেশ দিযেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷
সম্প্রতি লেবার পার্টির এক কর্মী জানান, ২০১১ সালে এক অনুষ্ঠানে ধর্ষণ করা হয় তাঁকে৷ তবে লেবার পার্টির পক্ষ তখন ঐ ঘটনা ফাঁস না করার পরামর্শ দিয়ে বলা হয়েছিল, এমন ঘটনা জানাজানি হলে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ‘ধ্বংস' হয়ে যেতে পারে৷
এএম/এসিবি (এপি, ডিপিএ, রায়টার্স)