1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিচিত পরিবেশেই শিশুদের যৌন হয়রানি বেশি

১৪ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশে কিশোরীদের এক তৃতীয়াংশ কোনো-না-কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছে৷ এই তথ্য সংসদকে জানিয়েছেন, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ৷

https://p.dw.com/p/2XXaj
Symbolbild Kindesmissbrauch Missbrauch sexuelle Gewalt
ছবি: Fotolia/Kitty

তবে শিশুদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ‘ব্রেকিং দ্য সাইলেন্স'-এর প্রধান নির্বাহী ডয়চে ভলেকে বলেছেন, বাংলাদেশে প্রতি ১০ জন মেয়ে শিশুর মধ্যে সাত জনই যৌন হয়ারানির শিকার৷ আর তারা প্রধানত পরিচিত পরিবেশেই এর শিকার হয়৷

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ জানান, ‘‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫-এর তথ্য অনুযায়ী, দেশের ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের মধ্যে ৩৪.২ শতাংশ যৌন নির্যাতনের শিকার৷ আর ৩০.৯ শতাংশ কিশোরী জীবনে কোনো-না-কোনো সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে৷''

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে মেহের আফরোজ সংসদকে জানান, ‘‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্প লাইন সেন্টার স্থাপন করা হয়েছে৷ টোল-ফ্রি হেল্প লাইন ১০৯২১ নম্বরে ফোন করে নির্যাতনের শিকার নারী ও শিশু তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সকলে প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশে বিরাজমান সেবা ও সহায়তা সম্পর্কে জানতে পারছে৷ চলতি বছর থেকে হেল্প লাইন নম্বরটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাঠ্যপুস্তকের কভারে সন্নিবেশ করা হয়েছে৷''

রোকসানা সুলতানা

বাংলাদেশে মেয়ে শিশুদের যৌন হয়রানির চিত্র আরো ভয়াবহ বলে মনে করেন ‘ব্রেকিং দ্য সাইলেন্স'-এর প্রধান নির্বাহী রোকসানা সুলতানা৷ তিনি বলেন, ‘‘আমরা আমাদের পর্যক্ষেণ এবং নমুনা জরিপে দেখেছি, প্রতি ১০ জন মেয়ে শিশুর মধ্যে সাতজনই যৌন হয়ারানির শিকার৷ আর এরা প্রধানত নিজেদের ঘরে বা পরিচিত পরিবেশেই যৌন হয়রানির শিকার হয়৷''

তিনি জানান, ‘‘সাধারণভাবে মনে করা হয় নিম্নবিত্ত পরিবার বা বস্তিতে এই প্রবণতা বেশি৷ বাস্তব চিত্র হচ্ছে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সব পরিবেশেই মেয়ে শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে৷আমাদের এই পর্যক্ষেণ ধর্ষণের বাইরে৷ ধর্ষণে বাইরের লোকরা জড়িত থাকে বেশি৷ আমরা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যৌন হয়রানির শিকার হওয়া যেসব মেয়ে শিশু আসে, তারা নিম্নবিত্ত পরিবারের৷ তবে উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এসব ঘটনা গোপন করে৷ তাই সাধারণভাবে মনে হতে পারে, নিম্নবিত্ত পরিবারে এই সমস্যা বেশি৷ আসলে তা সঠিক নয়৷''

রোকসানা সুলতানা আরো বলেন, ‘‘পরিচিত পরিবেশ বলতে আমরা আত্মীয়-স্বজনকেই বোঝাচ্ছি৷ এবং মেয়ে শিশুরা পুরুষ আত্মীয়দের দ্বারাই সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হয়৷ শুধু আইন নয়, এটা প্রতিরোধে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য