1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন হেনস্তার প্রতিবাদ করায় থাপ্পড়!

১ আগস্ট ২০১৮

রাস্তায় এক হেনস্থাকারীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এক নারী৷ অথচ হেনস্থাকারী তাতে দমে না গিয়ে উলটে আঘাত করলেন সেই নারীকে৷ এই ঘটনায় ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি হয়েছে৷

https://p.dw.com/p/32OYW
Symbolbild Sexuelle Belästigung
ছবি: imago/Hoch Zwei Stock/Angerer

যৌন হেনস্থার প্রতিবাদ করায় হামলার ঘটনাটি একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে৷ আক্রান্ত নারী, ২২ বছর বয়সি শিক্ষার্থী মারি লেগুয়েরে সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন৷ ভিডিওটি ভাইনাল হয়ে গেছে নড়চড়ে বসে ফরাসি কর্তৃপক্ষ৷ প্যারিসের সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্যারিসের এক ব্যস্ত ক্যাফের পাশ দিয়ে দিনের বেলা হেঁটে যাচ্ছিলেন লেগুয়েরে৷ সেসময় আরেক পথচারী তাঁর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করলে তিনি প্রতিবাদ করেন৷ কিন্তু উত্যক্তকারী তাতে মোটেও দমে যাননি৷ বরং সজোরে লেগুয়েরের মুখে আঘাত করেন৷

মারিয়ে লেগুয়েরে ইতোমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন৷ আর গোটা বিষয়টি ফ্রান্সের তোলপাড় সৃষ্টি করেছে৷ সোমবার সেদেশের এক পত্রিকার মূল শিরোনামে ছিল লেগুয়েরেকে নির্যাতনের ভিডিও-র কথা৷ তবে, উত্যক্তকারীকে এখনো ধরতে পারেনি পুলিশ৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান