1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের নিন্দায় মুখর ইরান, সিরিয়া

২ মার্চ ২০১৩

সিরিয়ার বিদ্রোহীদের সাহায্য দেয়ার ঘোষণা দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছে ইরান ও সিরিয়া৷ ইরানের রাজধানী তেহরানে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই নিন্দা জানানো হয়৷

https://p.dw.com/p/17pDh
Vehicles burn after an explosion at central Damascus February 21, 2013, in this handout photograph released by Syria's national news agency SANA. The big explosion shook the central Damascus district of Mazraa on Thursday, residents said, and Syrian state media blamed what it said was a suicide bombing on "terrorists" battling President Bashar al-Assad. Syrian television broadcast footage of at least four bodies strewn along a main street and firefighters dousing the charred remains of dozens of burning vehicles. Black smoke billowed into the sky. REUTERS/Sana (SYRIA - Tags: CONFLICT POLITICS TPX IMAGES OF THE DAY) ATTENTION EDITORS - THIS PICTURE WAS PROVIDED BY A THIRD PARTY. REUTERS IS UNABLE TO INDEPENDENTLY VERIFY THE AUTHENTICITY, CONTENT, LOCATION OR DATE OF THIS IMAGE. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS PICTURE IS DISTRIBUTED EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS
ছবি: Reuters

ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মোয়ালেম বলছেন, ‘‘আমি বুঝতে পারছিনা যুক্তরাষ্ট্র কি করে এমন গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে যারা সিরিয়ার জনগণকে হত্যা করছে৷''

‘‘এটা দ্বিমুখী নীতি ছাড়া আর কিছুই নয়,'' বলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী৷ কারণ যুক্তরাষ্ট্র একদিকে রাজনৈতিক সমাধানের কথা বলছে, আর অন্যদিকে বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে৷

বৃহস্পতিবার রোমে ফ্রেন্ডস অফ সিরিয়ার বৈঠকে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দেয়ার ঘোষণা দেয়৷ এর মধ্যে রয়েছে ওষুধ, খাবার ইত্যাদি৷ এছাড়া নিরাপত্তা বিধান ও শিক্ষাখাতের জন্য অর্থ সহায়তার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ যদিও সিরিয়ার বিদ্রোহীরা আসলে চাইছিলেন অস্ত্র সহায়তা৷

1089586 Russia, Moscow. 04/10/2012 Syrian Foreign Minister Walid Muallem during his meeting with his Russian counterpart Sergei Lavrov. Valeriy Melnikov/RIA Novosti
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মোয়ালেমছবি: picture-alliance/dpa

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বলছেন, যুক্তরাষ্ট্রের এই সহায়তা সিরিয়ার সমস্যাকে আরও দীর্ঘায়িত করবে৷ তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই সমাধান চায় তাহলে তাদের উচিত সিরীয় সরকারের সঙ্গে বিদ্রোহীদের আলোচনায় বসানোর উদ্যোগ নেয়া৷

সালেহি বলেন, ইরানের আশা আগামী বছর সিরিয়ায় নির্বাচনের আগ পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতায় থাকবেন৷

এদিকে, সিরিয়া-তুরস্ক সীমান্তের রাকা শহরে শনিবার সকাল থেকে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষের কথা জানিয়েছে লন্ডন ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস', এসওএইচআর৷ তারা বলছে, এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন হতাহত হয়েছে৷ যদিও নির্দিষ্ট কোনো সংখ্যার কথা জানায়নি সংস্থাটি৷

এসওএইচআর বলছে, রাকা শহরে হামলা চালাতে সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করছে৷

সংস্থার মুখপাত্র রামি আবদেল রহমান বলছেন, রাকা শহরে সিরিয়ার অন্যান্য এলাকা থেকে পালিয়ে এসে বহু লোকজন আশ্রয় নেয়ায় সেখানে কোনো ধরনের হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছিল বিদ্রোহীরা৷ কিন্তু সেনা হামলার কারণে বিদ্রোহীরা সংঘর্ষে জড়িয়ে পড়তে বাধ্য হয়৷

রাকা ছাড়াও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য শহরেও শনিবার হামলা করেছে সেনাবাহিনী৷

উল্লেখ্য, সিরিয়ায় গত দুই বছরের সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত প্রায় সত্তর হাজার লোক নিহত হয়েছে৷ জাতিসংঘের হিসেব এটা৷ এর মধ্যে শুক্রবারই মারা গেছেন প্রায় ১৪২ জন৷

জেডএইচ / এআই (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য