যুক্তরাষ্ট্রের নিন্দায় মুখর ইরান, সিরিয়া
২ মার্চ ২০১৩ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মোয়ালেম বলছেন, ‘‘আমি বুঝতে পারছিনা যুক্তরাষ্ট্র কি করে এমন গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে যারা সিরিয়ার জনগণকে হত্যা করছে৷''
‘‘এটা দ্বিমুখী নীতি ছাড়া আর কিছুই নয়,'' বলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী৷ কারণ যুক্তরাষ্ট্র একদিকে রাজনৈতিক সমাধানের কথা বলছে, আর অন্যদিকে বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে৷
বৃহস্পতিবার রোমে ফ্রেন্ডস অফ সিরিয়ার বৈঠকে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দেয়ার ঘোষণা দেয়৷ এর মধ্যে রয়েছে ওষুধ, খাবার ইত্যাদি৷ এছাড়া নিরাপত্তা বিধান ও শিক্ষাখাতের জন্য অর্থ সহায়তার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ যদিও সিরিয়ার বিদ্রোহীরা আসলে চাইছিলেন অস্ত্র সহায়তা৷
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বলছেন, যুক্তরাষ্ট্রের এই সহায়তা সিরিয়ার সমস্যাকে আরও দীর্ঘায়িত করবে৷ তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই সমাধান চায় তাহলে তাদের উচিত সিরীয় সরকারের সঙ্গে বিদ্রোহীদের আলোচনায় বসানোর উদ্যোগ নেয়া৷
সালেহি বলেন, ইরানের আশা আগামী বছর সিরিয়ায় নির্বাচনের আগ পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতায় থাকবেন৷
এদিকে, সিরিয়া-তুরস্ক সীমান্তের রাকা শহরে শনিবার সকাল থেকে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষের কথা জানিয়েছে লন্ডন ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস', এসওএইচআর৷ তারা বলছে, এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন হতাহত হয়েছে৷ যদিও নির্দিষ্ট কোনো সংখ্যার কথা জানায়নি সংস্থাটি৷
এসওএইচআর বলছে, রাকা শহরে হামলা চালাতে সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করছে৷
সংস্থার মুখপাত্র রামি আবদেল রহমান বলছেন, রাকা শহরে সিরিয়ার অন্যান্য এলাকা থেকে পালিয়ে এসে বহু লোকজন আশ্রয় নেয়ায় সেখানে কোনো ধরনের হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছিল বিদ্রোহীরা৷ কিন্তু সেনা হামলার কারণে বিদ্রোহীরা সংঘর্ষে জড়িয়ে পড়তে বাধ্য হয়৷
রাকা ছাড়াও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য শহরেও শনিবার হামলা করেছে সেনাবাহিনী৷
উল্লেখ্য, সিরিয়ায় গত দুই বছরের সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত প্রায় সত্তর হাজার লোক নিহত হয়েছে৷ জাতিসংঘের হিসেব এটা৷ এর মধ্যে শুক্রবারই মারা গেছেন প্রায় ১৪২ জন৷
জেডএইচ / এআই (রয়টার্স, এএফপি)