1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার আন্দোলন

২৮ ফেব্রুয়ারি ২০১৩

মিত্র দেশগুলোর কাছ থেকে আসাদ বিরোধী যুদ্ধে আরো সহায়তার আশ্বাস পেয়েছে যুদ্ধরত সিরিয়ার বিদ্রোহীরা৷ রোমে অনুষ্ঠিত এক বৈঠকে এ আশ্বাস দেয়া হয়৷

https://p.dw.com/p/17nj0
ছবি: Reuters

প্রায় দু বছর ধরে সিরিয়ায় চলছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ৷ জাতিসংঘের সর্বশেষ হিসেব অনুযায়ী যুদ্ধে এ পর্যন্ত ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, দেশে ছেড়ে যেতে বাধ্য হয়েছেন ৮ লক্ষ ৬০ হাজার সিরীয় নাগরিক৷ চলমান সংকট নিরসনের একটা উদ্যোগ চলছে বেশ আগে থেকেই৷ উদ্যোগ দুটির একটি হলো বিদ্রোহীদের দিকে সহায়তার হাত আরো প্রসারিত করে তাড়াতাড়ি যুদ্ধ শেষ করা, অন্যটি আসাদ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের চেষ্টা করা৷ বুধবারের বৈঠকটি হয়েছে ইটালির রাজধানী রোমে৷ সেখানে সিরিয়ার বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, তুরস্ক, মিশর, জর্ডান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা৷

বৈঠকে আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের আরো চিকিৎসা এবং খাদ্য সাহায্য দেয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র৷ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, এতদিন যে পরিমাণ চিকিৎসা ও খাদ্য সাহায্য দেয়া হয়েছে তাকে এখন দ্বিগুণ করা হবে৷ এতে অবশ্য সিরিয়ার বিদ্রোহীদের খুশি হবার কথা নয়, কেননা, তাঁদের দাবি ছিল অস্ত্র সহায়তা বাড়ানোর৷ এ দাবি পূরণের কোনো সম্ভাবনা না থাকায় রোমের এ বৈঠক বয়কটও করতে চেয়েছিল তাঁরা৷ পরে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের প্রত্যাশা পূরণের কথা বিবেচনায় নেবে বললে বৈঠকটি হয়৷ কিন্তু ‘ফ্রেন্ডস অফ সিরিয়া' নামে পরিচিত গ্রুপের এগারোটি সদস্য দেশের কাছ থেকে তেমন কোনো আশ্বাস মেলেনি৷ বৈঠক শেষে এক বিবৃতিতে ‘ফ্রেন্ডস অফ সিরিয়া' জানিয়েছে তাঁরা বিদ্রোহীদের রাজনৈতিক ও বেসামরিক সহায়তাই দেবে৷

শনিবার সিরিয়ার বিরোধী দলগুলোর নেতারা ইস্তানবুলে এক বৈঠকে মিলিত হবেন৷ চলমান সংকট নিরসনের করণীয় নির্ধারণ এবং ইতিমধ্যে সিরিয়ায় দখল করে নেয়া অঞ্চলগুলোর জন্য সরকার গঠন ও প্রধানমন্ত্রী নির্বাচনই বৈঠকের মূল উদ্দেশ্য৷

এদিকে এখনো তুমুল যুদ্ধ চলছে সিরিয়ায়৷ বিদ্রোহীদের বড় এক সাফল্যের খবর পাওয়া গেছে বুধবার৷ আসাদ সরকারের অনুগত বাহিনীকে হটিয়ে আলেপ্পোর এক মসজিদ দখল করে নিয়েছে বিদ্রোহীরা৷ ওই এলাকায় বেশ কিছুদিন ধরে প্রচণ্ড যুদ্ধ চলছিল৷

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য