1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু মোকাবিলা

৪ আগস্ট ২০১৫

জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে ‘ক্লিন পাওয়ার প্ল্যান' ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ দেশে সমালোচনা এবং প্রতিবাদের মুখে পড়লেও যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন৷

https://p.dw.com/p/1G9KY
Washington Obama Clean Power Plan PK
ছবি: Reuters/J. Ernst

সোমবার জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন মোকাবিলার জন্য ‘ক্লিন পাওয়ার প্ল্যান' ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তাঁর ঘোষণা করা স্বচ্ছ বা পরিচ্ছন্ন বিদ্যুৎ পরিকল্পনার মূল লক্ষ্য, ১৫ বছরের মধ্যে দেশের সব বিদ্যুৎ কেন্দ্রে গ্রিনহাউস গ্যাসের নির্গমন প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে আনা৷ ‘ক্লিন পাওয়ার প্ল্যান' ঘোষণার সময় ওবামা বলেন, ‘‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলবায়ু পরিবর্তনের চেয়ে বড় কোনো হুমকি নেই৷''

‘ক্লিন পাওয়ার প্ল্যান' অনুযায়ী আগামী ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র বিদ্যুৎ খাত থেকে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ ৩২ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবে৷ এই ঘোষণা অবশ্য যুক্তরাষ্ট্রে সব মহলের প্রশংসা কুড়ায়নি৷ রিপাবলিকান মনে করে, এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে৷ যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতের কয়েকটি সংগঠন বলেছে, তারা মনে করে, ওবামার এই পরিকল্পনা এক অর্থে ‘কয়লার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা'৷

তবে যুক্তরাষ্ট্রে সরকার বিরোধী এবং জ্বালানি শিল্প সংশ্লিষ্টদের কারো কারো সমালোচনার মুখে পড়লেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ওবামা প্রশাসনের এই জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন রোধের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে৷ টুইটারে ওবামা প্রশাসনের প্রশংসা করে ইইউ-র জলবায়ু বিষয়ক কমিশনার আরিয়াস মিগেল কানিয়েটে লিখেছেন, ‘আগামীর দিকে এ এক ইতিবাচক পদক্ষেপ৷'

ডিসেম্বরে প্যারিসে অনুষ্ঠিত হবে জলবায়ু বিষয়ক বিশ্ব সম্মেলন৷ তার আগে ওবামার ঘোষণা করা এই পরিকল্পনাকে জলবায়ু বিশেষজ্ঞরা খুব তাৎপর্যপূর্ণ মনে করছেন৷ বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন৷ তারপরই যুক্তরাষ্ট্রের অবস্থান৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য