যুক্তরাষ্ট্রের আড়িপাতায় ক্ষোভ
২২ অক্টোবর ২০১৩ফ্রান্সের দৈনিক লা মন্ডে-র প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ-র গোয়েন্দারা ৭০ মিলিয়ন টেলিফোন কথোপকথন এবং ক্ষুদে বার্তা ‘পর্যবেক্ষণ' করে অসংখ্য ব্যক্তিগত কথোপকথন রেকর্ডও করেছে৷ এ নিয়ে ফ্রান্স স্বভাবতই ক্ষুব্ধ৷ প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদের কার্যালয় বিবৃতি দিয়েই ক্ষোভ প্রকাশ করেছে৷ পাশাপাশি এমন তৎপরতার জন্য যুক্তরাষ্ট্রের ব্যখ্যাও জানতে চেয়েছে দেশটি৷ প্রথমে প্যারিসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চার্লস রিভকিনকে ডেকে পাঠানো হয়৷ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও সোমবার প্যারিসে ছিলেন৷ তাঁর কাছেও বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্রের বক্তব্য জানতে চেয়েছিলেন সাংবাদিকরা৷ তবে কেরি সরাসরি কিছু না বলে জানান যে, এ বিষয়ে তাঁর দেশ রাষ্ট্রীয় পর্যায়েই কথা বলবে৷
দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে কথা হয়েও গেছে একবার৷ হোয়াইট হাউস জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদের সঙ্গে বারাক ওবামার টেলিফোনে কথা হয়েছে৷ সেখানে মার্কিন প্রেসিডেন্ট ওবামা পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছে হোয়াইট হাউস৷ তবে এমন আশ্বাসের কথা আগেও শোনা গেছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে৷ ইন্টারনেট এবং টেলিফোনে আড়ি পাতার পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে সন্ত্রাসবাদ নির্মূলে চলমান প্রক্রিয়ার কথা৷ ফ্রান্স সন্ত্রাসবাদ নির্মূলের পক্ষে, কিন্তু তা করতে গিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে এমন আচরণকে একেবারেই সমর্থনযোগ্য মনে করে না তারা৷ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লোরঁ ফাবিয়ুসের বক্তব্যেই তা পরিষ্কার৷ তিনি বলেছেন, ‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিরক সহযোগিতার প্রয়োজন রয়েছে – এ বিষয়ে আমরা সম্পূর্ণ একমত৷ তাই বলে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষের ব্যক্তিগত তথ্য নিয়ে কারো নাক গলানোকে উচিত মনে করা যায় না৷''
এসিবি/ডিজি (এপি, এএফপি)