1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে ৩০০০ বিচারবহির্ভূত হত্যা, বাংলাদেশে তিন জন!

৮ নভেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনেক কম দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে এ বিষয়ে অসত্য তথ্য প্রচার করা হয়৷

https://p.dw.com/p/4JCFs
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন(ফাইল ছবি)ছবি: Abdullah Al Momin/bdnews24.com

অ্যামেরিকায় গত তিন বছরে পুলিশের হাতে ‘তিন হাজার ৭৬ জন বিচারবহির্ভূত হত্যার' শিকার এবং ১৫ লাখ নিখোঁজ হয়েছেন- এমন তথ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন  বলেন ‘‘এই সময়ে বাংলাদেশে একইভাবে নিহত হয়েছেন মাত্র তিনজন আর নিখোঁজ হয়েছে হাতে গোনা কয়েকজন৷”

তিনি বলেন,  ‘‘তারপরও সবাই  এখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উচ্চবাচ্য করে; তাদের লজ্জা হওয়া উচিত৷”

সোমবার সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ 

রিজার্ভ নিয়ে বিএনপি ‘অযথাই অপপ্রচার' চালাচ্ছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বিএনপি সরকারের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন দশগুণ বেশি৷ তাদের (বিএনপি) আমলে রপ্তানি ছিল মাত্র ৬ বিলিয়ন ডলারের৷ আর বর্তমান সরকারের আমলে রপ্তানি উন্নীত হয়েছে ৬০ বিলিয়ন ডলারে৷”

এ কে আব্দুল মোমেন বলেন, ‘‘গত চৌদ্দ বছরে বাংলাদেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে; এটি বিশ্বের মধ্যে রেকর্ড৷” আগামী নির্বাচনের আগে মানুষের কাছে সরকারের অবদানের কথা জানান দিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি৷

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভাটির সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান৷

এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷

তিনি বলেন, ‘‘আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না যায় তবে এ দেশের সর্বনাশ হয়ে যাবে৷ কেন হবে? খালেদা জিয়া ক্ষমতায় থাকতে দেশের কী দুর্দশা হয়েছিল, তা আপনারা দেখেছেন৷  ‘‘ হত্যা, খুন, গুমের মাধ্যমে বিএনপি এবং জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল৷ বিএনপির এই সন্ত্রাসবাদ এখনও চলমান আছে৷ তারা রাজপথে স্লোগান দিচ্ছে- পঁচাত্তরের হাতিয়ার, জেগে উঠো আরেকবার৷” 

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘‘আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রে বিশ্বাসী৷ বিএনপি কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি, তাদের নেতা জিয়াউর রহমান পঁচাত্তরের এই দিনে (৭ নভেম্বর) সেনা সদস্যদের হত্যা করে ক্ষমতা দখল করেছিল এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল৷”ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে অপশক্তির মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি৷ 

সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য