যুক্তরাষ্ট্রে গুলিতে চার পুলিশ সদস্য নিহত
৩০ এপ্রিল ২০২৪অবৈধ অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে ধরতে গিয়ে গুলির মুখে পড়েন পুলিশ সদস্যরা৷
শার্লট-ম্যাকলেনবুর্গ পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলেন জানান, পুলিশের দিকে গুলি ছোঁড়া সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়েছে৷ আরও দুজন বন্দুকধারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ চারজন নিহত হওয়ার পাশাপাশি এ ঘটনায় চার পুলিশ সদস্য আহতও হয়েছেন বলে জানান তিনি৷ আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর৷
নিহত চারজনের মধ্যে তিনজন ইউএস মার্শাল টাস্ক ফোর্সের সদস্য৷ অন্যজন শার্লট-ম্যাকলেনবুর্গ পুলিশ ডিপার্টমেন্টের সদস্য৷ তার নাম জশুয়া আয়ার৷ কয়েক সপ্তাহ আগে তিনি সেরা পুলিশ কর্মকর্তার পুরস্কার পেয়েছিলেন৷
জেনিংস জানান, ওয়ারেন্ট নিয়ে এক বাড়িতে যাওয়ার পর পুলিশের দিকে গুলি ছোঁড়া হয়৷ তখন পুলিশও গুলি করলে এক সন্দেহভাজন বাড়ির সামনে নিহত হন৷ এরপর বাড়ির ভেতর থেকে গুলি শুরু হয়৷ তিন-চার ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷
এক নারী ও ১৭ বছর বয়সি এক তরুণকে উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেলসহ বাড়িতে পাওয়া যায় বলে জেনিংস জানিয়েছেন৷
প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনা সম্পর্কে জানানো হয়েছে৷ তিনি নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷
জেডএইচ/এসিবি (এপি, রয়টার্স)