যুক্তরাষ্ট্রে চীনা কনস্যুলেটে গাড়ি নিয়ে ঢুকে পড়া চালক নিহত
১০ অক্টোবর ২০২৩এক বিবৃতিতে চীনের কনস্যুলার জেনারেল এই ঘটনাকে ‘সহিংস হামলা' বলে আখ্যায়িত করেছেন৷ মঙ্গলবার কনস্যুলেটের সেবা স্থগিত থাকবে বলেও জানানো হয়েছে৷
কনস্যুলেট ভবনে গাড়ি ঢোকার খবর পেয়ে দুপুর তিনটার একটু পর পুলিশ সেখানে উপস্থিত হয়৷ ঘটনার ভিডিওতে ভিসা অফিসের লবিতে নীল রংয়ের একটি হোন্ডা সেডান দেখা গেছে৷
সান ফ্রান্সিসকো পুলিশের কর্মকর্তা সার্জেন্ট ক্যাথরিন উইন্টার্স সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে জানান, ভবনে ঢোকার পর পুলিশ সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং গুলি চালায়৷ এরপর ‘জীবনরক্ষাকারী চেষ্টা' সত্ত্বেও সন্দেহভাজন ব্যক্তি হাসপাতালে মারা যান বলেও জানান তিনি৷ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কর্মকর্তা ও চীনের কনস্যুলেটের সঙ্গে মিলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন উইন্টার্স৷
গোলাগুলির ঘটনা কীভাবে ঘটেছে, কতজন পুলিশ কর্মকর্তা গুলি চালিয়েছেন বা চালকের হাতে অস্ত্র ছিল কিনা, সেইসব বিষয়ে পুলিশ কিছু জানায়নি৷ ভবনের ভেতরে আহত কেউ থাকারও খবর পাওয়া যায়নি৷
সান ফ্রান্সিসকোর চীনা কনস্যুলেটে এর আগে কয়েকবার হামলা হয়েছে৷ এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি ছিল ২০১৪ সালের প্রথম দিন৷ সেই সময় এক চীনা নাগরিক কনস্যুলেটের প্রবেশ পথে আগুন ধরিয়ে দিয়েছিলেন৷ তাকে প্রায় তিন বছরে কারাদণ্ড দেয়া হয়েছিল৷
সান ফ্রান্সিসকোতে আগামী মাসে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এতে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন৷ তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নেবেন কিনা স্পষ্ট নয়৷
জেডএইচ/কেএম (এপি, রয়টার্স)