1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুমকি

২০ জুন ২০১৭

মার্কিন হামলায় একটি সিরীয় জঙ্গিজেট ভূপাতিত হওয়ার পর সিরিয়া সংঘাতে উত্তেজনা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে৷ একদিকে অস্ট্রেলিয়া তার বিমান হানা স্থগিত রাখছে, অন্যদিকে ইরান একাধিক রকেট ছুঁড়েছে৷

https://p.dw.com/p/2f0dJ
Syrian Air Force
ছবি: picture alliance/dpa/M. Voskresenskiy

রবিবার একটি মার্কিন জঙ্গিজেট সিরিয়ার একটি এসইউ-২২ জঙ্গিজেটকে ভূপাতিত করে; দৃশ্যত সিরীয় বিমানটি ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস' (এসডিএফ) নামের কুর্দ ও আরব সশস্ত্র গোষ্ঠীসমূহের একটি সম্মিলিত জোটের যোদ্ধাদের উপর বোমা ফেলেছিল৷

মার্কিন সমর্থিত এসডিএফ-এর যোদ্ধারা ইসলামিক স্টেটের মুখ্য ঘাঁটি রাকার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে৷ সিরিয়ায় সংগ্রামরত কোয়েলিশন বা মিত্রজোট নিয়ন্ত্রিত তাবকা শহরের কাছে সিরিয়া সরকারের সুখয় জেটটি এসডিএফ-এর যোদ্ধাদের আক্রমণ করে বলে পেন্টাগনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ দৃশ্যত, সেই কারণেই মার্কিন জঙ্গিজেটটি সিরীয় জঙ্গিজেটটিকে ভূপাতিত করতে বাধ্য হয়৷

সোমবার রাশিয়া হুমকি দেয় যে, ইউফ্রেটিস নদীর পশ্চিমে উড়ালরত মিত্রজোটের যাবতীয় জঙ্গিজেট ও ড্রোনকে ‘‘টার্গেট'' করা হবে৷ এছাড়া সিরিয়ার আকাশে অসাবধানতাবশত রুশ-মার্কিন বিমানের সংঘর্ষের আশঙ্কা রোধের জন্য দু'তরফের মধ্যে যে ‘হটলাইন'-এর আয়োজন করা হয়েছিল, তা-ও স্থগিত রাখা হচ্ছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে৷

সিরিয়া ও রাশিয়া যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপকে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘণ ও একটি ‘আগ্রাসনের' ঘটনা বলে অভিহিত করেছে৷ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামের নামে ‘গভীরভাবে আন্তর্জাতিক আইন ভঙ্গের' কথা বলা হয়েছে৷

Infografik Areas of control ENG

উত্তেজনা কমানোর চেষ্টা

মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল জো ডানফোর্ড ওয়াশিংটনে বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক পন্থায় ও সেনাবাহিনীর মাধ্যমে রাশিয়ার সঙ্গে সিরিয়া হটলাইন পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাবে৷

পেন্টাগনের মুখপাত্র মেজর গ্যালোওয়ে যোগ করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাত এড়ানোর জন্য ‘সিরিয়ার আকাশে তাদের বিমান পুনর্নিয়োগ করার সুবিবেচিত পদক্ষেপ' নিয়েছে৷

মিত্রজোটের অপরাপর অংশীদারদের মধ্যে অস্ট্রেলিয়া সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান অভিযান বন্ধ রাখছে৷ অপরদিকে নেদারল্যান্ডস বলেছে যে, তারা আকাশে তেল ভরার একটি কেডিসি-১০  বিমানকে পূর্ব পরিকল্পনা মতো কুয়েতে পাঠাচ্ছে৷

বিভাজন রেখা

 সিরিয়ার দক্ষিণ-পশ্চিম আর উত্তর-পূর্ব এলাকা দু'টির মধ্যে বিভাজন রেখা হলো এই ইউফ্রেটিস নদী৷ নদীটি তুর্কি সীমান্তের জারাবুলুস থেকে রাকা অবধি গেছে৷ রাকা ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে অবস্থিত৷ রাকার পর নদীটি ইরাক সীমান্তে আবু কামাল অবধি গেছে৷

মার্কিন সমর্থিত এসডিএফ গোষ্ঠী আইএস-কে গত দু' বছরে বিভিন্ন যুদ্ধে পরাজিত করার পর এখন ইউফ্রেটিসের পূর্ব তীরের অধিকাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে৷ এছাড়া ইউফ্রেটিসের পশ্চিম তীরে মনবিজের কাছে ও আরো দক্ষিণে তাবকায় দু'টি ছোট এলাকা তাদের দখলে৷ ইউফ্রেটিসের পশ্চিম তীরে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে যে ব্যাপক এলাকা ছিল, সাম্প্রতিক কয়েক মাসে আসাদ বাহিনী তার অনেকটাই আবার দখলে আনতে পেরেছে৷

ইরানের বলপ্রদর্শন

ওদিকে ইরান তার পশ্চিমের কেরমানশাহ ও কুর্দিস্তান প্রদেশ দু'টি থেকে  প্রায় ৭০০ কিলোমিটার দূরে একাধিক মাঝারি পাল্লার রকেট ছুঁড়েছে সিরিয়ার দাইর আল-জুর শহরের কাছে আইএস যোদ্ধাদের তাক করে৷ এই ছয়টি জোলফাঘর ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল নাকি একটি আইএস কমান্ড সেন্টার৷ ইরানের রেভলিউশনারি গার্ড এক বিবৃতিতে তা জানিয়েছে৷

 এভাবেই সিরিয়া-ইরাক সীমান্তে আল-তানফ-এর উপর আক্রমণের সম্ভাবনা বানচাল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গত এক মাসে তিনবার আসাদ সেনাবাহিনীর উপর আক্রমণ চালিয়েছে ও একটি সিরীয় বা ইরানি ড্রোনকে ভূপাতিত করেছে৷

জটিল পরিস্থিতি

গত তিন বছর ধরে সিরিয়া-ইরাক সীমান্তের উপর আসাদ প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই৷ অপরদিকে মার্কিন সমর্থিত গোষ্ঠীরা উত্তর ও দক্ষিণ থেকে এসে যৌথভাবে এই সীমান্তের দখল নেওয়ার চেষ্টা করছে৷

সীমান্তের ইরাকি তরফে কিন্তু ইরান-সমর্থিত শিয়াপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলি আইএসকে পিছু হটিয়ে সীমান্তের একটা বড় অংশ দখলে নিয়েছে৷ ইরাকের শিয়া নেতারা এমনকি এ আভাস দিয়েছেন যে, এই ‘গণ রংরুট গোষ্ঠীরা' এর পর সিরিয়াতেও ঢুকতে পারে৷ এক কথায়, একদিকে ইরান ও অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ সিরিয়া-ইরাক সীমান্ত বরাবর একটি ‘করিডোর' সৃষ্টি করতে চায়৷ মার্কিন যুক্তরাষ্ট্র তা রুখতে বদ্ধপরিকর৷

এসি/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান