যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুমকি
২০ জুন ২০১৭রবিবার একটি মার্কিন জঙ্গিজেট সিরিয়ার একটি এসইউ-২২ জঙ্গিজেটকে ভূপাতিত করে; দৃশ্যত সিরীয় বিমানটি ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস' (এসডিএফ) নামের কুর্দ ও আরব সশস্ত্র গোষ্ঠীসমূহের একটি সম্মিলিত জোটের যোদ্ধাদের উপর বোমা ফেলেছিল৷
মার্কিন সমর্থিত এসডিএফ-এর যোদ্ধারা ইসলামিক স্টেটের মুখ্য ঘাঁটি রাকার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে৷ সিরিয়ায় সংগ্রামরত কোয়েলিশন বা মিত্রজোট নিয়ন্ত্রিত তাবকা শহরের কাছে সিরিয়া সরকারের সুখয় জেটটি এসডিএফ-এর যোদ্ধাদের আক্রমণ করে বলে পেন্টাগনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ দৃশ্যত, সেই কারণেই মার্কিন জঙ্গিজেটটি সিরীয় জঙ্গিজেটটিকে ভূপাতিত করতে বাধ্য হয়৷
সোমবার রাশিয়া হুমকি দেয় যে, ইউফ্রেটিস নদীর পশ্চিমে উড়ালরত মিত্রজোটের যাবতীয় জঙ্গিজেট ও ড্রোনকে ‘‘টার্গেট'' করা হবে৷ এছাড়া সিরিয়ার আকাশে অসাবধানতাবশত রুশ-মার্কিন বিমানের সংঘর্ষের আশঙ্কা রোধের জন্য দু'তরফের মধ্যে যে ‘হটলাইন'-এর আয়োজন করা হয়েছিল, তা-ও স্থগিত রাখা হচ্ছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে৷
সিরিয়া ও রাশিয়া যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপকে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘণ ও একটি ‘আগ্রাসনের' ঘটনা বলে অভিহিত করেছে৷ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামের নামে ‘গভীরভাবে আন্তর্জাতিক আইন ভঙ্গের' কথা বলা হয়েছে৷
উত্তেজনা কমানোর চেষ্টা
মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল জো ডানফোর্ড ওয়াশিংটনে বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক পন্থায় ও সেনাবাহিনীর মাধ্যমে রাশিয়ার সঙ্গে সিরিয়া হটলাইন পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাবে৷
পেন্টাগনের মুখপাত্র মেজর গ্যালোওয়ে যোগ করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাত এড়ানোর জন্য ‘সিরিয়ার আকাশে তাদের বিমান পুনর্নিয়োগ করার সুবিবেচিত পদক্ষেপ' নিয়েছে৷
মিত্রজোটের অপরাপর অংশীদারদের মধ্যে অস্ট্রেলিয়া সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান অভিযান বন্ধ রাখছে৷ অপরদিকে নেদারল্যান্ডস বলেছে যে, তারা আকাশে তেল ভরার একটি কেডিসি-১০ বিমানকে পূর্ব পরিকল্পনা মতো কুয়েতে পাঠাচ্ছে৷
বিভাজন রেখা
সিরিয়ার দক্ষিণ-পশ্চিম আর উত্তর-পূর্ব এলাকা দু'টির মধ্যে বিভাজন রেখা হলো এই ইউফ্রেটিস নদী৷ নদীটি তুর্কি সীমান্তের জারাবুলুস থেকে রাকা অবধি গেছে৷ রাকা ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে অবস্থিত৷ রাকার পর নদীটি ইরাক সীমান্তে আবু কামাল অবধি গেছে৷
মার্কিন সমর্থিত এসডিএফ গোষ্ঠী আইএস-কে গত দু' বছরে বিভিন্ন যুদ্ধে পরাজিত করার পর এখন ইউফ্রেটিসের পূর্ব তীরের অধিকাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে৷ এছাড়া ইউফ্রেটিসের পশ্চিম তীরে মনবিজের কাছে ও আরো দক্ষিণে তাবকায় দু'টি ছোট এলাকা তাদের দখলে৷ ইউফ্রেটিসের পশ্চিম তীরে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে যে ব্যাপক এলাকা ছিল, সাম্প্রতিক কয়েক মাসে আসাদ বাহিনী তার অনেকটাই আবার দখলে আনতে পেরেছে৷
ইরানের বলপ্রদর্শন
ওদিকে ইরান তার পশ্চিমের কেরমানশাহ ও কুর্দিস্তান প্রদেশ দু'টি থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে একাধিক মাঝারি পাল্লার রকেট ছুঁড়েছে সিরিয়ার দাইর আল-জুর শহরের কাছে আইএস যোদ্ধাদের তাক করে৷ এই ছয়টি জোলফাঘর ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল নাকি একটি আইএস কমান্ড সেন্টার৷ ইরানের রেভলিউশনারি গার্ড এক বিবৃতিতে তা জানিয়েছে৷
এভাবেই সিরিয়া-ইরাক সীমান্তে আল-তানফ-এর উপর আক্রমণের সম্ভাবনা বানচাল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গত এক মাসে তিনবার আসাদ সেনাবাহিনীর উপর আক্রমণ চালিয়েছে ও একটি সিরীয় বা ইরানি ড্রোনকে ভূপাতিত করেছে৷
জটিল পরিস্থিতি
গত তিন বছর ধরে সিরিয়া-ইরাক সীমান্তের উপর আসাদ প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই৷ অপরদিকে মার্কিন সমর্থিত গোষ্ঠীরা উত্তর ও দক্ষিণ থেকে এসে যৌথভাবে এই সীমান্তের দখল নেওয়ার চেষ্টা করছে৷
সীমান্তের ইরাকি তরফে কিন্তু ইরান-সমর্থিত শিয়াপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলি আইএসকে পিছু হটিয়ে সীমান্তের একটা বড় অংশ দখলে নিয়েছে৷ ইরাকের শিয়া নেতারা এমনকি এ আভাস দিয়েছেন যে, এই ‘গণ রংরুট গোষ্ঠীরা' এর পর সিরিয়াতেও ঢুকতে পারে৷ এক কথায়, একদিকে ইরান ও অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ সিরিয়া-ইরাক সীমান্ত বরাবর একটি ‘করিডোর' সৃষ্টি করতে চায়৷ মার্কিন যুক্তরাষ্ট্র তা রুখতে বদ্ধপরিকর৷
এসি/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স, এএফপি)