যুক্তরাষ্ট্র-রাশিয়ার শীতল যুদ্ধ
৮ আগস্ট ২০১৩আগামী সেপ্টেম্বর মাসে রাশিয়ার সেন্ট পিটাসবার্গ-এ অনুষ্ঠেয় জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠকের কথা ছিল ওবামার৷ লস অ্যাঞ্জেলেস-এ এই সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি৷ তবে, বৈঠক বাতিল করলেও ওবামা সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস৷
রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক বিষয়ে অগ্রগতি হলেও বহু বিষয়ে এখনও অগ্রগতির অভাব আছে জানিয়ে বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, মার্কিন নজরদারির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন-কে রাশিয়ায় সাময়িক আশ্রয় দেয়ায় ওবামা হতাশ হয়েছেন৷ বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার সাথে তাদের সাম্প্রতিক কমর্কাণ্ডে এমন কোন অগ্রগতি ঘটেনি যাতে একটা শীর্ষ বৈঠক করা যেতে পারে৷
হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি জানিয়েছেন, স্নোডেনের আশ্রয়ের বিষয়টি দুদেশের মধ্যে উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে৷ মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে ওবামা বলেন, রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ রাশিয়া এখন শীতল যুদ্ধে ফিরে যেতে চাইছে এবং তাদের মনোভাব অনেকটা এ রকম বলে মন্তব্য করেন তিনি৷ তবে কার্নি এও জানান, সম্প্রতি স্নোডেনসহ বেশ কিছু ইস্যু নিয়ে দুই প্রেসিডেন্টের মধ্যে ফোনে কথা হয়েছে৷ তবে, সিরিয়াসহ বেশ কিছু ইস্যুতে দুদেশের মধ্যে মতপার্থক্য রয়েছে৷
এদিকে ক্রেমলিন জানিয়েছে, এই বৈঠক বাতিল হওয়ায় তারা হতাশ হয়েছে৷ তবে, যুক্তরাষ্ট্রের প্রতি আমন্ত্রণ এখনো বহাল আছে৷
তবে, ওবামার বৈঠক বাতিল হলেও আগামী শুক্রবার ওয়াশিংটনে দুদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে৷ এই বৈঠকে আফগানিস্তান, সিরিয়া, ইরান, উত্তর কোরিয়া, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে৷
স্নোডেন যাতে অন্য কোন দেশে রাজনৈতিক আশ্রয় না পান, সে জন্য যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে এ ব্যাপারে চাপ সৃষ্টি করছিল৷ মস্কো বিমানবন্দরে ট্রানজিট এরিয়ায় প্রায় এক মাস অবস্থান করার পর স্নোডেনকে গত ১লা আগস্ট রাশিয়া সরকার এক বছরের জন্য সাময়িক আশ্রয় দেয়৷
এপিবি / এসবি (রয়টার্স, এএফপি)