1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার প্রস্তাব হাস্যকর: রাশিয়া

২০ জুন ২০১৩

বার্লিনে দেয়া ভাষণে বারাক ওবামা সবচেয়ে বেশি গুরুত্ব দেন বিশ্বকে আনবিক অস্ত্র মুক্ত করার উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর ওপর৷ দেন আনবিক অস্ত্র হ্রাস প্রক্রিয়া শুরুর প্রস্তাবও৷ কিন্তু তা মানতে চাইছে না মস্কো৷

https://p.dw.com/p/18tNX
U.S. President Barack Obama gestures as he gives a speech in front of the Brandenburg Gate in Berlin June 19, 2013. Obama's first presidential visit to Berlin comes nearly 50 years to the day after John F. Kennedy landed in a divided Berlin at the height of the Cold War and told encircled westerners in the city "Ich bin ein Berliner", a powerful signal that America would stand by them. REUTERS/Wolfgang Rattay (GERMANY - Tags: POLITICS)
ছবি: Reuters

আনবিক অস্ত্র হ্রাসের রূপরেখা প্রণয়নের উদ্যোগ সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ‘শীতল যুদ্ধের' সময়েই শুরু করেছিল যুক্তরাষ্ট্র৷ সোভিয়েত ইউনিয়ন আর নেই৷ তবে তার ‘নিউক্লিয়াস' রাশিয়া আছে৷ রাশিয়ার সঙ্গে এ উদ্যোগকে কার্যকর করার চেষ্টা ২০১০ সালেই শুরু করেছিলেন বারাক ওবামা৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম বার্লিন সফরে এসে আনবিক অস্ত্র হ্রাসের বিষয়ে তিনি রাশিয়ার প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান৷ ২০১৮ সালের মধ্যে দু'পক্ষ ১৫৫০টি আনবিক অস্ত্র কমাবে – এমন একটি প্রস্তাবও দিয়েছেন তিনি৷ কিন্তু মস্কো জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ প্রস্তাবকে তারা বিবেচনায় নেয়ার উপযুক্ত মনে করে না৷ রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন প্রশ্ন রেখেছেন, ‘‘কৌশলগত আনবিক অস্ত্র হ্রাসের ধারণাটিকে আমরা ‘সিরিয়াস' মনে করব কীভাবে যখন যুক্তরাষ্ট্রই তার ক্ষমতা আরো বাড়িয়ে এ প্রক্রিয়াকে ব্যাহত করছে?''

German Chancellor Angela Merkel and U.S. President Barack Obama raise their glasses in a toast during a dinner at the Chralottenburg Castle in Berlin June 19, 2013. U.S. President Barack Obama offered a new twist on Wednesday to John F. Kennedy's historic 1963 call for liberty -- "Ich bin ein Berliner" -- by saying other oppressed people eager to join the free world were also "citizens of Berlin." REUTERS/Michael Sohn/Pool (GERMANY - Tags: POLITICS ) / Eingestellt von wa
জার্মান চ্যান্সেলরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টছবি: Reuters

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সিরিয়া সংকটের মতো আনবিক অস্ত্র কমানোর প্রশ্নেও যুক্তরাষ্ট্র আর রাশিয়ার সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা খুব একটা নেই৷ জার্মানিতে আসার এক দিন আগেই উত্তর আয়ারল্যান্ডে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন ওবামা৷ সিরিয়ার বিষয়ে দুই রাষ্ট্রনায়ক সেখানে প্রকাশ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন৷

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য