ওবামার প্রস্তাব হাস্যকর: রাশিয়া
২০ জুন ২০১৩আনবিক অস্ত্র হ্রাসের রূপরেখা প্রণয়নের উদ্যোগ সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ‘শীতল যুদ্ধের' সময়েই শুরু করেছিল যুক্তরাষ্ট্র৷ সোভিয়েত ইউনিয়ন আর নেই৷ তবে তার ‘নিউক্লিয়াস' রাশিয়া আছে৷ রাশিয়ার সঙ্গে এ উদ্যোগকে কার্যকর করার চেষ্টা ২০১০ সালেই শুরু করেছিলেন বারাক ওবামা৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম বার্লিন সফরে এসে আনবিক অস্ত্র হ্রাসের বিষয়ে তিনি রাশিয়ার প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান৷ ২০১৮ সালের মধ্যে দু'পক্ষ ১৫৫০টি আনবিক অস্ত্র কমাবে – এমন একটি প্রস্তাবও দিয়েছেন তিনি৷ কিন্তু মস্কো জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ প্রস্তাবকে তারা বিবেচনায় নেয়ার উপযুক্ত মনে করে না৷ রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন প্রশ্ন রেখেছেন, ‘‘কৌশলগত আনবিক অস্ত্র হ্রাসের ধারণাটিকে আমরা ‘সিরিয়াস' মনে করব কীভাবে যখন যুক্তরাষ্ট্রই তার ক্ষমতা আরো বাড়িয়ে এ প্রক্রিয়াকে ব্যাহত করছে?''
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সিরিয়া সংকটের মতো আনবিক অস্ত্র কমানোর প্রশ্নেও যুক্তরাষ্ট্র আর রাশিয়ার সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা খুব একটা নেই৷ জার্মানিতে আসার এক দিন আগেই উত্তর আয়ারল্যান্ডে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন ওবামা৷ সিরিয়ার বিষয়ে দুই রাষ্ট্রনায়ক সেখানে প্রকাশ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন৷
এসিবি/ডিজি (রয়টার্স)