যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন প্রত্যাশীদের কাফেলা
২২ অক্টোবর ২০১৮গুয়াতেমালা থেকে বাধা পেরিয়ে মেক্সিকো সীমান্তে ঢুকে পড়া কয়েক হাজার মধ্য আমেরিকান অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্র অভিমুখী যাত্রা অব্যাহত রেখেছে৷
অন্তত তিন হাজার মানুষের ওই কাফেলা কয়েক ঘণ্টা গুয়াতেমালা সীমান্ত বরাবর হেঁটে রোববার মেক্সিকোর টাপাচুলা শহরে পৌঁছায়৷ মেক্সিকোর কয়েকশ' দাঙ্গা পুলিশ প্রধান মহাসড়কে অবস্থান নিলেও তাঁদের আটকাতে পারেনি৷
এই অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশই এসেছেন হন্ডুরাস থেকে৷ তাঁদের অনেকে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারির মধ্যে মেক্সিকোতে ঢুকলেও কেউ কেউ আসেন অবৈধভাবে সাঁতরে বা ভেলা দিয়ে নদী পার হয়ে৷
স্থানীয় মেক্সিকানরা তাঁদের খাবার, পানি ও কাপড় দিয়ে সহায়তা করে৷
অভিবাসন প্রত্যাশীদের এই যাত্রার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাঁরা পিছু না হটলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি৷
তিনি টুইটারে লিখেলেছন, ‘‘এই অবৈধ বহিরাগতরা যাতে আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সম্পূর্ণ প্রচেষ্টা নেওয়া হচ্ছে৷''
‘‘তাঁদের প্রথম মেক্সিকোতে আশ্রয়ের আবেদন করতে হবে এবং তাঁরা তা করতে ব্যর্থ হলে তখন যুক্তরাষ্ট্র তাঁদের ফেরাবে৷''
এই কাফেলার নেতাদের একজন রদ্রিগো আবেজা বার্তা সংস্থা এপিকে বলেন, ‘‘আমরা এখনো জানি না আমরা ওই সীমান্ত (যুক্তরাষ্ট্রের) পর্যন্ত যেতে পারব কিনা৷ তবে যত দূর পর্যন্ত যেতে পারি, সেই চেষ্টা আমরা অব্যাহত রাখব৷''
যুক্তরাষ্ট্র সীমান্ত পর্যন্ত যেতে তাঁদের অন্তত দুই হাজার কিলোমিটার পথ পেরোতে হবে৷
সীমান্তে অচলাবস্থা
মেক্সিকান কর্তৃপক্ষ শনিবার গুয়াতেমালা থেকে জনতার ওই কাফেলাকে তাদের সীমান্তে ঢুকতে দিতে অস্বীকার করে৷ মাত্র ৬৪০ জনকে সীমান্ত পেরিয়ে আসার অনুমতি দেয়৷ কেউ অবৈধভাবে ঢুকলে তাঁকে ফেরত পাঠানোর হুঁশিয়ারিও দেওয়া হয়৷
এর মধ্যেই সীমান্ত পাড়ি দেয় কয়েক হাজার মানুষ৷ রোববার গুয়াতেমালার সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আরো হাজারখানেক অভিবাসন প্রত্যাশী মেক্সিকো সীমান্তের পথে রয়েছেন৷
মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কেন্দ্রীয় সরকার ও চিয়াপাস স্টেট কর্তৃপক্ষ আশ্রয় প্রার্থনা করে আবেদনকারীদের খাবার, ওষুধের পাশাপাশি কাউন্সেলিং সেবা দিচ্ছে৷
অপরদিকে তাঁদের নিজ দেশ হন্ডুরাসে ফিরিয়ে দেওয়ার জন্য বাসের একটি বহর প্রস্তুত রেখেছে গুয়াতেমালা সরকার৷ প্রাথমিক খবরে তিন শতাধিক মানুষের ওই প্রস্তাবে রাজি হওয়ার কথা বলা হয়েছে৷
‘রাজনীতি' দেখছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের মাত্র সপ্তাহ দুয়েক আগে অভিবাসীর এই কাফেলা এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তাকে রাজনৈতিক ইস্যু করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প৷
শনিবার নেভাডায় এক সমাবেশে তিনি বলেন, ‘‘ডেমোক্র্যাটরা এই কাফেলা চায়৷ তারা কাফেলা পছন্দ করে৷''
অভিবাসনপ্রত্যাশীদের আটকে দেওয়ার চেষ্টা জন্য মেক্সিকো কর্তৃপক্ষের প্রশংসাও করেন ট্রাম্প৷ তবে তাঁদের যাত্রা না আটকালে ওই অঞ্চলে সহায়তা কমানো, সেনা মোতায়েন এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধ করারও হুমকি দেন তিনি৷
গত সপ্তাহে হন্ডুরাসের সান পেড্রো সুলা থেকে অভিবাসনপ্রত্যাশীদের এই যাত্রা শুরু হয়৷ গুয়াতেমালা হয়ে মেক্সিকোর পথে ছুটে চলার সঙ্গে সঙ্গে তাঁদের বহর বড় হতে থাকে৷
এএইচ/এসিবি (এপি/এএফপি)