ঘুস হিসেবে পতিতা!
২৮ জুলাই ২০১৪ঘটনাটি সিঙ্গাপুরের৷ সময়কাল ২০১৩ সালের এপ্রিল৷ সিঙ্গাপুরের ক্লাব তাম্পাইনস রোভার্স আর কলকাতার ইস্টবেঙ্গলের মধ্যকার খেলা পরিচালনা করার কথা ছিল লেবাননের তিন রেফারির৷ কিন্তু ম্যাচ পাতাতে তাঁদের পতিতা সরবরাহ করেন সিঙ্গাপুরের একটি নাইটক্লাবের মালিক এরিক ডিং সি ইয়াং৷ অবশ্য খেলা শুরুর আগেই বিষয়টি টের পেয়ে ঐ রেফারিদের গ্রেপ্তার করা হয়৷ এরপর মূল রেফারি আলি লাব্বাঘকে ছয়মাসের আর দুই সহকারী রেফারিকে তিনমাসের কারাদণ্ড দেয়া হয়৷ তাঁরা সবাই ইতিমধ্যে কারাভোগ করেছেন৷
এছাড়া ফিফা লাব্বাঘকে বিশ্বের কোনো স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে আজীবনের নিষেধাজ্ঞা জারি করেছে৷ আর দুই সহকারীর বিরুদ্ধে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷
রায় দিতে গিয়ে বিচারক বলেন, ম্যাচ পাতানোর বিষয়টি শুধু খেলাধুলার জন্যই নয়, দেশ হিসেবে সিঙ্গাপুরের সুনামের জন্যও ক্ষতিকর৷ এ ধরনের অপরাধ বাড়তে থাকলে ভবিষ্যতে ভেন্যু হিসেবে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পাওয়ার ক্ষেত্রে সিঙ্গাপুর পিছিয়ে পড়তে পারে বলেও মনে করেন তিনি৷
অবশ্য ম্যাচ পাতানোর সঙ্গে সিঙ্গাপুরের নাম অনেক আগে থেকেই জড়িত৷ বিশেষ করে ইউরোপের পুলিশ সংস্থা ‘ইউরোপোল' গত বছর অভিযোগ করে যে, সিঙ্গাপুরে ম্যাচ পাতানোর আন্তর্জাতিক সিন্ডিকেট সক্রিয় রয়েছে৷
জেডএইচ / এসবি (এএফপি)