1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষতিকর মেন্থল সিগারেট

২৪ জানুয়ারি ২০১৪

সাধারণ সিগারেটে স্বাস্থ্য ঝুঁকি বেশি ভেবে অনেকেই মেন্থল সিগারেট খান৷ কিন্তু গবেষণা বলছে, ভিন্ন কথা৷ মেন্থল সিগারেট সাধারণ সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর৷ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা থেকে জানা গেছে এ তথ্য৷

https://p.dw.com/p/1AwHl
ছবি: picture-alliance/dpa

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ বিভিন্ন গবেষণা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে৷ তবে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি এর উৎপাদন কমানো বা এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা৷ কেননা সিগারেট ব্যবসায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মিন্ট সিগারেট৷

তবে মেন্থল সিগারেটের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত কিনা তা খতিয়ে দেখতে মঙ্গলবার হেল্থ কমিউনিটি, তামাক শিল্প এবং অন্যান্যদের প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় প্রশাসন৷ এফডিএ জানিয়েছে, যুব সম্প্রদায়ের কাছে মেন্থল সিগারেট বেশ জনপ্রিয় এবং এটার প্রতি তাদের এক ধরনের আসক্তি তৈরি হয়৷

মেন্থল সিগারেট আসক্তি থেকে বের হয়ে আসাটাও বেশ কঠিন৷ অনেকেই আবার মনে করেন মেন্থল সিগারেট খুব হালকা এবং এতে তামাকের পরিমাণ কম, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়৷

কিন্তু নতুন গবেষণা বলছে ভিন্ন কথা৷ সংবাদ সম্মেলনে তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালক মিচ জেলার জানান, মিন্ট সিগারেটে তামাকের পরিমাণ মোটেও কম থাকে না৷ অর্থাৎ সাধারণ সিগারেটের মতোই একই পরিমাণ তামাক থাকে এতে, যা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর৷

যুক্তরাষ্ট্রে মেন্থল সিগারেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে৷ ২০০৮ সালে ৩৩.৯ ভাগ ধূমপায়ী মেন্থল সিগারেট ব্যবহার করতেন, ২০১১ সালে করেন ৩৭.৫ ভাগ৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য