ছবি মুক্তি দিলেন না অ্যালেন
১০ অক্টোবর ২০১৩শুধু পরিচালক নয়, ৭৭ বছর বয়সি এই মার্কিনির পরিচয় অনেক৷ লেখক, অভিনেতা, কমেডিয়ান আর মিউজিশিয়ান হিসেবেও তিনি বেশ জনপ্রিয়৷ অ্যানি হিল (১৯৭৭), ম্যানহাটান (১৯৭৯), হানাহা অ্যান্ড হার সিস্টার (১৯৮৬) – এসব হলো তাঁর কিছু বিখ্যাত ছবির নাম৷
এখন পর্যন্ত ২৩ বার অস্কারের জন্য মনোনয়ন পেয়ে চারবার সেটা জয় করেছেন৷ সেই অ্যালেন এবার আলোচনায় এলেন তাঁর শেষ মুভি ‘ব্লু জ্যাসমিন'-এর জন্য৷ চলতি বছরের জুলাই মাসের ২৬ তারিখে নিউ ইয়র্ক আর লস অ্যাঞ্জেলসে মুক্তি পাওয়া ছবিটি শুক্রবার ভারতের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল৷ কিন্তু বেঁকে বসেছেন অ্যালেন নিজেই৷ কারণ ভারতীয় আইন অনুযায়ী সিনেমা হল বা টিভিতে দেখানো কোনো মুভি বা অনুষ্ঠানে ধূমপান দৃশ্যের সময় সেখানে সতর্কীকরণ বার্তা দেখানো বাধ্যতামূলক৷ অ্যালেনের আপত্তি সেখানেই৷ কারণ তাঁর মতে, যখনই এ ধরনের বার্তা দেখানো হয় তখনই দর্শকদের চোখ তখন চলচ্চিত্রটি থেকে সেই বার্তার দিকে চলে যায়!
ভারতে ‘ব্লু জ্যাসমিন' মুক্তি দেয়ার দায়িত্বপ্রাপ্ত কোম্পানি পিভিআর পিকচার্স-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা দীপক শর্মা বলছেন, ‘‘আইন মানতে গিয়ে নিজের ছবিতে ‘কাস্টমাইজেশনস' মেনে নিতে চাননি অ্যালেন৷ আর আমরাও ভারতীয় আইন মানতে বাধ্য৷''
উল্লেখ্য, মুভিতে দুবার ধূমপানের দৃশ্য রয়েছে৷ ইতিমধ্যে ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছে৷ বিশেষ করে ‘জ্যাসমিন' চরিত্রে অভিনয়কারী অস্কারজয়ী অভিনেত্রী ক্যাট ব্ল্যানচেট-এর অভিনয় নজড় কেড়েছে সবার৷
জেডএইচ/ডিজি (ডিপিএ)